বৈধ ভালোবাসা বনাম নিষিদ্ধ প্রেম
বৈধ ভালোবাসা বনাম নিষিদ্ধ প্রেম pdf বই ডাউনলোড। চারটি অক্ষরে সমন্বয় খুব ছোট একটি শব্দ ভালোবাসা যাকে আরবী ভাষায় মুহাব্বত ও ইংরেজী ভাষায় love বলে । যার অর্থ হচ্ছে , অনুভতি , আকর্ষন, হুদয়ের টান : যা মানুষের অন্তররে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দিয়ে দেন ।
সাধারনত ভালোবাসা দুই ধরনের [১] বৈধ ও পবিত্র [২] অবৈধ ও অপবিত্র । বিবাহের পূর্বে আধুনিক যুবক -যাবতীরা যে সম্পর্ক গঢ়ে তুলে তাকেই অবৈধ ও অপবিত্র ভালোবাসা বলে । আর পবিত্র ভালোবাসা বলতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ প্রতি ভালাবাসা . সন্তানের প্রতি পিতা -মাতার ভালাবাসা , স্বামী – স্ক্রীর ভালোবাসা ইত্যাদিকে বুঝায় ।
আরও দেখুনঃ ইসলামের জানা অজানা pdf বই ডউনলোড
আল্লাহপাক আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক হিসেবে পৃথিবীতে প্রেরন করেছেন । অন্য কোন জীব জন্তকে আমাদের উপর শ্রেষ্ঠ দান করেননি । এসনকি সর্ব শ্রেষ্ঠ আখেরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত আমাদেরকে বানিয়েছেন।
তাই প্রটিতি মুসলমানদের উচিত সর্ব প্রতম এই নিখিল বিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলাকে । ভালাবাসা এবং আমাদের সর্বশেষ নবী ও হাবীবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালোবাসা । আল্লাহপাক কুরআন শরূফে এরশাদ করেন : যারা ঈমানদার মুমিন , তাদের অন্তরে আল্লাহর মহব্বত ভালাবাসা হবে ।
আরও দেখুনঃ ইসলাম ধর্ম ও মাতৃভাষা pdf বই ডাউনলোড
সর্বাধিক প্রগাঢ় । সুরা আল বাকারা । [আয়াত সূরা আল বাকারা :১৬৭৫] আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন : কোন লোক পূর্ণ মুমিন হবে না । যতক্ষন না সে নিজের জীবন এবং পরিবার পুরজনের চেয়ে আমাকে বেশী ভালোবাসাবে ।
এর দ্বারা প্রতীয়মান হয় যে , আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম – কে ভালোবাসার অর্থ হচ্ছে তার সুন্নত ও আদর্শে অনুসরন করা । আর যে ব্যাক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নতের বেশি অনুসরন করবে তাতে বুঝা যাবে তার অন্তরের মধ্যে রাসূল।
আরও দেখুনঃ অভিশাপ ও রহমত pdf বই ডাউনলোড
নিচে বৈধ ভালোবাসা বনাম নিষিদ্ধ প্রেম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.22 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ কামাল উদ্দিন মোল্লা অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ