ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ pdf বই ডাউনলোড। ব্যস্ততা, ছোট্ট একটি শব্দ। কিন্তু এ শব্দটি আমাদের মনে
জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। কারও ব্যস্ততা যৌক্তিক। তাদের ব্যস্ততাকে সত্যিকারই ব্যস্ততা বলতে পারি। কিন্তু কারও ব্যস্ততাকে ব্যস্ততা বলা বেমানান ।
আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যস্ত থাকি বহু কাজে । কেউ চাকরি করেন, তো তিনি চাকরি নিয়ে ব্যস্ত। কেউ ব্যবসা করেন, তো সকাল থেকে দুপুর-রাত পর্যন্ত ব্যবসা নিয়ে ব্যস্ত । কেউ সাধারণ কোনো কাজ করেন, তো তিনিও ব্যস্ত নিজ কাজে । এভাবে সবাই নিজ নিজ কাজের ব্যস্ততা শেষে নিজের ব্যক্তিগত কাজ ও পরিবারের পেছনেও সময় দিতে হয় ৷
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
দ্বীনি কোনো আমলের দিকে ডাকলেই হলো। তখন যেন ব্যস্ততা আরও বেড়ে যায়! হাতে সময় থাকলেও অনেকেই নিজেদের দেখান যে, তারা নানান কাজে খুব ব্যতিব্যস্ত। طلَبُ العِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
‘দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।১ আমাদের ব্যস্ততা থাকতে পারে। থাকা যৌক্তিকও। কিন্তু তার মানে এ নয় যে, আমরা দ্বীনি ইলম অর্জন থেকে সরে পড়ব; দ্বীন থেকে বিমুখ থাকব । শত ব্যস্ততা থাকলেও এ
১. সুনানু ইবনি মাজাহ : ২২৪, হাদিসটি হাসান।
হাতে একদম সময় নেই । দশ-বিশ মিনিট সময় দেবারও ফুরসত নেই ।
আবার আমাদের অনেক যুবক ভাইদের তো দ্বীনি কাজের আশপাশে আজকাল পাওয়াই যায় না। কারণ, তারা ফেসবুকিং, চ্যাটিং, ডেটিং, ক্রিকেটিং, হ্যাং আউট করার মতো মহান মহান (!) কাজে ব্যস্ত। আসলে আমরা আজ অপব্যস্ততাকে ব্যস্ততার মুখোশ পরাই ।
ব্যস্ত থাকি আর নাই থাকি, আমাদের একটি বিষয় অবশ্যই মনে গেঁথে রাখতে হবে—আমরা মুসলিম, দ্বীন আমাদের যেমনিভাবে চলার আদেশ করে, তদনুযায়ী আমাদের চলতে হবে। দ্বীনের বিধিবিধান, হালাল-হারাম জেনে আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে জীবনযাপনের জন্য দ্বীন শিক্ষা করা আমাদের সকলের ওপরই ফরজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
ব্যস্ততার মাঝে আমরা কিছুটা অবকাশ অবশ্যই পাই, যে সময়টাতে আমরা কিছু ইলম অর্জন করতে পারি ।
আর কাজকর্ম-ব্যস্ততা কি শুধু আমাদেরই আছে? সাহাবিগণের কি ব্যস্ততা ছিল না? তাঁরা কি এ অজুহাতে ইলম অন্বেষণ থেকে দূরে ছিলেন? সালাফের জীবনচরিত খুলে দেখলে আমরা অবাক হয়ে যাই, ইলমের প্রতি তাদের কেমন আগ্রহ ছিল। সুবহানাল্লাহ, শত ব্যস্ততা সত্ত্বেও তাঁরা দ্বীনকে সর্বাগ্রে রাখতেন। আর আমাদের অবস্থা ঠিক যেন তার উল্টো মেরুতে।
নিচে ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 13 MB |
প্রকাশ সাল | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল্লাহ ইউসুফ |