ভাবনার গভীরে pdf বই ডাউনলোড। অধিকাংশ লোক মনে করেন যে গভীর চিন্তা করতে হলে তার একটি পদ্ধতি হল, একজনের মাথা তার দুই হস্তদ্বয়ের মাঝে রাখতে হবে, নির্জন কামড়ায় নিজেকে সরিয়ে আনতে হবে এবং নিজেকে অন্যান্য লোকজন ও কাজর্কম থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। সত্য কথা হল, তারা এমন গভীরভাবে চিন্তা-ভাবনা করা ।
এর মত উচ্চস্তরের ভাবনা খুব কঠিন বলে দেখতে পান এবং শেষ সিদ্ধান্তে আসেন যে এটি একটি বিশেষ গুন যা একচেটিয়াভাবে কেবল দার্শনিক গণের জন্যই প্রযোজ্য। যাহোক আমরা যেমন ভূমিকায় বলেছিলাম যে আল্লাহ লোক সকলকে অনুধ্যান করতে আহবান করেন ।
আরও দেখুনঃ শয়তানের পরিচিতি pdf বই ডাউনলোড
এবং বলেন যে তিনি কোরআনকে নাযিল করেছেন তার উপর অনুধ্যান করতে: এটি একটি কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, আশীর্বাদে পরিপূর্ণ অতএব বুদ্ধিমান লোকেরা এর আয়াতসমূহ ভেবে দেখক ও অনুধাবন করুক (সূরা সাদঃ আয়াত ২৯) যা গুরুত্বপূর্ণ তা হল একজনের চিন্তা-ভাবনা করার ক্ষমতার আন্তরিক উন্নয়ন এবং চিন্তার গভীরতর প্রদেশে গমন করা।
এ যেন এক চিন্তার সাগরে ভাসছি।
অপরপক্ষে, যে সকল ব্যক্তি ঐ লক্ষ্যে প্রয়াস চালান না, তারা তাদের জীবন গভীর অনাবধানতা এর মধ্যে চালিয়ে যান। অনাবধানতা শব্দটি না ভুলিয়া অবহেলা ইচ্ছা বা আবেগের মধ্যে নিজেকে সমর্পণ করা। অগ্রাহ্য করা নির্লিপ্ত হওয়া এর ব্যঞ্জনা বুঝায়। যে সকল লোক চিন্তা-ভাবনা করেনা।
আরও দেখুনঃ রিয়াদুস সালেহীন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
তাদের মনের অনাবধানতার অবস্থায় বিষয়টি ভুলে যাবার অথবা তাদের সৃষ্টির উদ্দেশ্য এবং বাস্তবতা যা ধর্ম শিক্ষা দেয় তা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা তার ফলাফল। তথাপি এটা একটি চরম ভয়স্কর পথ যা নরকের দিকে ধাবিত করে। প্রসঙ্গত, আল্লাহ মানুষকে অনাবধানগ্রন্থদের অন্তর্ভুক্ত হতে সতর্ক করে দিয়েছেন।
অর্থাৎ স্মরণ কর বিনয়ের ও ভীতির সাথে আপন মনে তোমাদের প্রভুকে অনুচ্ছস্বরে সকাল ও সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়োনা। (সূরা আরাফ: আয়াত ২০৫) । তিক্ত আক্ষেপের দিন সম্বন্ধে আপনি তাদেরকে সর্তক করে দিন যখন চুড়ান্ত ফয়সালা করে দেয়া হবে কিন্তু তারা কোন ভ্রুক্ষেপ করে না এবং তারা ঈমান আনে না। (সূরা আল মরিয়মঃ আয়াত ৩৯)।
আরও দেখুনঃ রাতের সালাত pdf বই ডাউনলোড
নিচে ভাবনার গভীরে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আশরাফিয়া বইঘর বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 9.3 MB প্রকাশ সালঃ ২০০৪ বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃ প্রফেসর গোলাম মোরশেদ-ডাঃ উম্মে কাওসার হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ