ভাবনার মোহনায় pdf বই ডাউনলোড। পড়ার অভ্যেসটা প্রিয় মায়ের কাছে থেকে পাওয়া। নানা ছিলেন স্কুলশিক্ষক। তার পড়ার নেশা ছিল বেশ। নানি খুব বেশি শিক্ষিত ছিলেন না, তারপরও বিইয়ের নেশা ছিল। এখানো আছে। তাদের নেশা পেয়ে বসেছে। আমার মাকে। আর সেখানে থেকে মায়ের আদরের পুত্রকে।
বড় ভাইয়ের প্রচুর গল্প পড়ার নেশা ছিল একসময়। স্কুলজীবনে বইয়ের মাঝে লুকিয়ে লুকিয়ে তিন গোয়েন্দা পড়তে গিয়ে কতবার যে মার খেয়েছে, তার হিসেব নাই । আমি আবার পড়াশোনা শেষ করে অন্য বই নিয়ে বসতাম। আমি নাকি বেশ সুবোধ ছেলে ছিলাম। মা বলতেন, আমার ছোট ছেলেটা আমাকে কম জ্বালিয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভাবনার গভীরে pdf বই ডাউনলোড
- রোযাদারের মনোযোগ আকর্ষন pdf বই ডাউনলোড
- নামাজ কেন কবুল হয় না pdf বই ডাউনলোড
- জুমার খুৎবার সময় নামাজ পড়ার বিধান pdf বই
- জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
বাসার লাইব্রেরিতে এখনো থরেথরে সাজানো আছে বই। এপার বাংলা, ওপার বাংলা, প্রাচ্য প্রতীচ্য- সব জায়গায় বই-ই স্থান পেয়েছে এখানে। হরেক রকম বই পড়ছি তবে আল্লাহর কালামটাই পড়ার সুযোগ হয়নি জীবনের অনেকটা সময়। যখন খুললাম, দেখি বেলা অনেক গড়িয়ে গেছে। আকাশে জমেছে অনেক মেঘ। আলো দেখা যায় না প্রায়। বৃষ্টি ঝরছে অঝোরে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে বজ্রের চিৎকার!
জীবনের একটা সময় অন্যান্য বই থেকে বেশ দূরে ছিলাম। অ্যাকাডেমিক পড়াশোনা নিয়ে হাঁপাতে হাঁপাতে রাতদিন পার হতো। মেডিকেল-জীবনে পড়ার চাপে অন্যকিছু পড়া হয়তো ভুলেই যেতাম, যদি না সংশয়ে পড়তাম। তারপর আরেক পড়ার জগৎ খুলতে শুরু করল।
হুমায়ুন আহমেদ,. জাফর ইকবাল, আনিসুল হক, রবীন্দ্রনাথ, শীর্ষেন্দু, সত্যজিৎ, সুনীল, সমরেশ, প্রেমেন্দ্র, নীহাররঞ্জন, বিভুতিভুষণ, হ্যাগার্ড, ডিকেন্স, হেমিংওয়ে, জুলভার্ন, ব্রাউন (নাম আর মনে পড়ছে না। ) এদের বই পড়তে পড়তে মনোযোগ দিয়ে বই পড়ার চর্চা উঠে গিয়েছিল। কারণ এসব পড়তে খুব একটা মনোযোগ দিতে হতো না। চিত্তবিনোদনের জন্য লেখা বইতে মনোযোগ লাগলে পাবলিক খায় কম। দিনশেষে, বাজারি লেখা ছাড়া অন্য লেখা খুব কম মানুষেরই মুখেই রোচে।
পরবর্তী জীবনটাতে পড়ার টপিকটাই বদলে গেল। ধর্মতত্ত্ব, দর্শন, বিজ্ঞান এসব বিষয়ে কটমটে বই বা জার্নাল পেপার পড়তে শুরুর দিকে মন বসত না। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। এখনো জ্ঞানসমূদ্রের দিকে তাকালে মনে হয় আমি যেন শিশু। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ভাবনার মোহনায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 24.0MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | রাফান আহমেদ |
অনুবাদকঃ |