ভারতে নির্মম গণহত্যা
ভারতে নির্মম গণহত্যা pdf বই ডাউনলোড। ভারত একটি বড় দেশ। হিন্দু সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ হলেও মুসলমান সংখ্যায় কম নয়। শতকরা প্রায় পনর ভাগ মুসলমান। তবে কম করে হলেও প্রায় পনর কোটি মুসলমান সেখানে।
এ সংখ্যা ইন্দোনেশিয়ার পরই সর্ববৃহত, এমনকি পাকিস্তান ও বাংলাদেশের চেয়েও বেশি। কিন্তু ভারতে হিন্দু সম্প্রদায়ের তুলনায় মুসলমানরা সংখ্যায় কম হওয়ার সর্বত্র নিগৃহীত মুসলমানরা। আর এ যুলুম ভারতে সংঘ পরিবার গদিতে আসার পরে শতগুণে বৃদ্ধি পেয়েছে।
আরও দেখুনঃ তাকবিয়াতুল ঈমান pdf বই ডাউনলোড
কাশ্মীরে বর্বর হত্যাকান্ডসমূহ চলার সাথে সাথে গুজরাটে যা হয়ে গেল তা প্রকাশ্যভাবে সম্পূর্ণ জঘন্য। ভারতের উগ্রপন্থী উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানীর রাজ্য হলো গুজরাট। আদভানী যা চেয়েছিলেন তাই হলো গুজরাটে। মানুষ মরার পরে চিতায় জ্বালানো হয়। গুজরাটে জীবন্ত মুসলমানদের জ্বলন্ত চিতায় শহীদ করা হয়েছে। ভারতে যা হয়েছে তার সমর্থনে রয়েছে সংঘ পরিবার।
বিজেপি, আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ, শিব সেনা, বজরং দল ইত্যাদি গোষ্ঠীসমূহ। সবগুলোর পিছনটা রসুনের কোয়ার মতো এক জায়গায়। সে বাজপেয়ী প্রয়াত প্রধানমন্ত্রী দেশাইয়ের উদারপন্থী সরকারের থেকে দেশাইয়ের নীতিতে প্রতিবেশী দেশসমূহ বিশেষ করে বাংলাদেশের সাথে ঝগড়া বিবাদ মেটালেন, সেই বাজপেয়ীর আমলে হলো ইতিহাসের জঘন্যতম ঘটনা গুজরাটে।
আরও দেখুনঃ সিক্রেটস অব জায়োনিজম pdf বই ডাউনলোড
ভারতে আদভানী-বাজপেয়ীর মত নির্মম ও কট্টরপন্থী ব্যক্তিত্ব থাকলেও অনেক উদারপন্থী ব্যক্তিও রয়েছেন। তারা এই যে সংখ্যালঘ নির্যাতন তাকে ঘৃনা করেছেন, লিখেছেন বহু লেখা ভারতীয় পত্র-পত্রিকাতেও, এমনকি বই আকারেও এসবের কিছু সংগ্রহ রয়েছে এই গ্রন্থে এতে সত্য প্রকাশিত হয়ে পড়েছে।
আল্লাহ কুরআনে বলেনঃ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনেশুনে সত্য গোপন করো না। [সুরা আল বাকারাঃ৪২]ভারতের গুজরাটেতো মুসলমানদের আগুনে পুড়িয়ে মারা হোল। এমনকি একটা দুটো যে মামলা কেউ সাহস করে করল, তাও কোন সুবিচার হোল না।
আরও দেখুনঃ মুক্ত বাতাসের খোজেঁ pdf বই ডাউনলোড
নিচে ভারতে নির্মম গণহত্যা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক ঢাকা বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 17.2 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সিদ্দিক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ