ভাস্কর্য pdf বই ডাউনলোড। আমার মনে হচ্ছে অন্তত আমাদের িএ অঞ্চলে বহুকাল থেকে ঘটনা তাই ঘটে চলেছে। রাষ্ট্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের মতো জঘন্য কুফর শিরকগুলো বিষয়ে এবং এগুলোকে মনে প্রাণে গ্রহণ করা মুশরিকদের ব্যাপারেও আমরা একই আচরণ করছি, যার বিষবাষ্প অতি প্রকাশ্যে কিংবা অতি সংগোপনে আমাদের ঈমানের দুর্গকে বহু আগেই জ্বালিয়ে পড়িয়ে ভস্ম করে দিয়েছে এবং এখন প্রসঙ্গ সামনে আসায় ঘরে ঘরে গণইরতেদাদের শুধু বহিঃপ্রকাশ ঘটছে।
গণইরতেদাদের যে প্রতিযোগিতামূলক বহিঃপ্রকাশ ঘটছে, তা দেখেই গা শিউরে উঠছে। এই বহিঃপ্রকাশ তো কেবল তাদের, যারা মঞ্চে ওঠার সুযোগ পাচ্ছে, মাইক হাতে পাচ্ছে এবং মিডিয়ায় আমরা জানতে পারছি। তাদের পেছনে তাদের লক্ষলক্ষ যে অনুসার আছে, তাদের কথা ভাবলে তো হাত পা অবশ হয়ে আসে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- বৃটিশ বাংলায় মুসলিম সংস্কৃতির রূপান্তর pdf বই
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড
এতদিন যাদেরকে উলামায়ে কেরাম মাস্তুরুল হাল মুরতাদ হওয়ার বিষয়টি অপ্রমাণিতহওয়ার ভিত্তিতে কিংবা অন্য কোনো ভাঙ্গাচুরা ওজর দিয়ে তাদেরকে মুসলিম গণ্য করার নূন্যতম সুযোগটি গ্রহণ করতেন, এখন তো তাও হাতছাড়া হয়ে গেল! জানি না, কী দুর্গতি এই জাতির কপালে অপেক্ষা করছে!
আল্লাহ! এই ধ্বংসাত্মক আগুনের বিভিষিকা থেকে আমাদের হেফাজত করো। বিষয়টি সামনে আসার পর রীতিমতো শরীরে কাপঁন ধরে গেছে, জানি না কখন নিজের কিংবা কোনো নিকটত্মীয়ের ঈমানও ভেঙ্গে পড়ে! আমাদের রক্ষা করো আল্লাহ! তোমারই আশ্রয় চাই আমরা! একমাত্র তোমার আশ্রয় ও করুণা ব্যতীত বিন্দুমাত্র উপায়-অবলম্বন আমাদের নেই!
ভাবা দরকার, আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান গ্রহণ করার পরও যারা এতদিন বলেছে তারা এটাকে হালাল ও বৈধ মনে করে না, কিংবা তা যে হারাম তা তাারা জানে না, সুতরাং তারা কাফের হবে না এখন তারা কী বলবে? ।
ভাবা দরকার এখন যারা আলেমদের মুখ দিয়ে ভাস্কর্যকে শুদ্ধ হালাল বলানোর জন্য লাঠি সোটা নিয়ে মাঠে নেমেছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়া হবে? ভাস্কর্য সম্পর্কে ইসলামের বিধান বলার কারণের যারা আলেমদের অকথ্য ভাষায় গালি গালাজ করছে, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত দেয়া হবে? তাদের নিকটাত্মীয় ও স্ত্রীরা যদি এই ইরতেদাদের কারণে আলাদা হতে চান, তাদের কী ফতোয়া দেওয়া হবে?
নিচে ভাস্কর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ ফজলুর রহমান কাসিমি হাফঃ |
বইয়ের অনুবাদকঃ |