ভুলে ভুলে জীবন পার pdf বই ডাউনলোড। জাহেলী যুগের সেই পুরনো প্রথা গুলোকে মানুষ খুবই গুরুত্বারোপ করছে এবং অজ্ঞ কিছু কথা-বার্তাগুলো এখন ধর্মীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে । এগুলো পালন না করলে যেন, ভবিষ্যতে অকল্যাণ বয়ে আনবে ।
এই মূর্খতা প্রসূত ধারণাও বর্তমান সমাজে ছয়লাভ করছে । মূলত এগুলো যে ধর্মীয়তার আড়ালে কুসংস্কার এবং আনৈসলামিক কার্যকালাপ এ ব্যাপারে অনেক মানুষের ধারনাও নেই । তাই এগুলো সংশোধন করা এবং ইসলামকে যাবতীয় কুসংস্কার ও ভুল ভ্রান্তি থেকে সংস্কার করা আমাদের ঈমানী দায়িত্ব ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বিশুদ্ধ ঈমান বা সঠিক বিশ্বাস মানুষের সফলতার চাবিকাঠি মানুষের সফলতার শীর্ষে তুলে দেয় এবং ব্যক্তি জীবনকে করে অনাবিল শান্তি ও আনন্দময় । সেই সাথে জান্নাতের পথ সুগম করে তোলে । আর ঈমান ও কর্মের সমষ্টিগত নাম ইসলাম । একজন মুসলিম আল্লাহ তালার যতই ইবাদত ও গুনকীর্তন করে সবকিছুই গৃহীত হওয়ার জন্য সর্ব প্রথম শর্ত হল ঈমান । তাতে কোন প্রকার কুফর ও শিরক থাকতে পারবে না । এ কথা পবিত্র কুরআনের বহু স্থানে এসেছে ।
যেমন এক স্থানে ইরশাদ করেছেন,
و من اراد الاخرة وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا
অর্থাৎ- যে ব্যক্তি পারোলৌকিক জীবনে কল্যাণ চায় ও সে জন্য চেষ্টা করে তার চেষ্টা তথা কর্ম কবুল করা হবে ।
এমনিভাবে আল্লাহ তায়ালা কুফর শিরক মিশ্রিত ইবাদত কবুল করেন না । যেমন এ প্রসঙ্গে ইরশাদ করেন,
و من اراد الاخرة وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا .
অর্থাৎ- যে ব্যক্তি পারোলৌকিক জীবনে কল্যাণ চায় ও সে জন্য চেষ্টা করে তার চেষ্টা তথা কর্ম কবুল করা হবে ।
এমনিভাবে আল্লাহ তায়ালা কুফর শিরক মিশ্রিত ইবাদত কবুল করেন না । যেমন এ প্রসঙ্গে ইরশাদ করেন,
و من يكفر بالایمان فقد حبط عمله .
যে ব্যক্তি ঈমানের সাথে কুফুরী করবে তার আমল বিনষ্ট হবে ।
অন্য এক আয়াতে এসেছে,
لئن اشركت ليحبطن عملك و لتكونن من الخاسرين.
যদি আপনি শিরিক করেন তবে অবশ্যই আপনার আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত । উপরোল্লেখিত আয়াতদ্বয়ের মাধ্যমে স্পষ্ট ভাবে এ কথা পরিস্ফূট হয় যে, একজন মুসলিমের জন্য ঈমান অর্জন করা যেরূপভাবে জরুরি তদ্রুপ তা সুরক্ষিতভাবে সংরক্ষণ করা জরুরি। দ্বীনী বিষয়, আল্লাহ, রাসুল, ফেরেশতা, সাহাবা, পরকাল ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের প্রতি সঠিক আক্বীদা পোষণ।
নিচে ভুলে ভুলে জীবন পার pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আশরাফিয়া বুক হাউস |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আলেমা সুমাইয়া তাবাচ্ছুম |
বইয়ের অনুবাদকঃ |