ভুল সংশোধন
ভুল সংশোধন pdf বই ডাউনলোড। সে আজ প্রায় চার হাজার বৎসর পূর্বের কথা। হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম আল্লাহর নির্দেশে কাবা শরীফের ঘর তৈয়ার করিয়অ দিলেন। কাবা শরীফের ঘর হইয়াছে আদি হইতে বিশ্ব স্রষ্টা মহাপ্রভূ আল্লাহর তরফ হইতে বিশ্বমানবের জন্য বিশ্ব প্রভুর মিলন লাভের সাধণার জন্য স্বয়ং প্রভূ নির্ধারিত মূল কেন্দ্রীয় ঘর। এই কেন্দ্রীয় ঘর যখন ছিল না, তখন স্থানটি ছিল ঘাস-পানি লোকজনবিহীন ধু-ধু বালুকাময় মরুভুমি ।
তখন হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালাম দুগ্ধপোষ্য শিশু তনয় ইসমাঈলকে এবং তাঁহার মাতাকে এই বলিয়া রাখিয়া আসিলেন । ঘাস-পানিবিহীন মরুভুমিতে আমার কলিজার টুকরা চোখের পুতুলীকে তোমার মঞ্জুরী ও সম্মানদানকৃত ঘরের কাছে রাখিয়া গেলাম।
আরও দেখুনঃ হক্ব বাতিলের চিরন্তন দ্বন্দ্ব pdf বই ডাউনলোড
এইভাবে এক মশক পানি ও এক থলি খেজুর দিয়া তিনি সুদুর শাম দেশে প্রায় তিন শত মাইল দুরে চলিয়া গেলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহীম আলাইহিচ্ছালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেন- প্রথমতঃ নমরুদের আগুনের কঠোর পরীক্ষা, দ্বিতীয়তঃ দুগ্ধপোষ্য কলিজার টুকরা ছেলে এবং স্ত্রীকে মরুভূমিতে নির্বাসনের পরীক্ষা, তৃতীয়তঃ প্রাণধিক পুত্রকে নিজ হাতে কোরবানীর পরীক্ষ।
চতুর্থতঃ আল্লাহর ঘর পুনঃ নির্মানের গুরুদায়িত্বের পরীক্ষা। এই ভাবে বিভিন্ন কঠোর পরীক্ষার ফেলিয়া সাফ্যলের চরম শিখরে আরোহণ করাইয়া আপন খাছ মাহবুব বানাইয়া নেন। ইহার পর হযরত ইব্রাহীম আলাইহিস সাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফকে সমস্ত পৃথিবীর জন্য মূল সত্য খোদায়ী ধর্মের মুল কেন্দ্র করিয়া বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস এর উপর ইসলাম প্রচারের দায়িত্ব অর্পন করেন।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
অবশ্য সমস্ত আফ্রিকা এবং ইউরোপে ইসলাম প্রচারের জন্য বায়তুল মোকাদ্দাসকে মূল কেন্দ্ররই শাখা কেন্দ্ররূপে স্থাপন করিয়া দ্বিতীয় ছেলে হযরত ইসহাক আলাইহিস সালামের উপর সেই শাখাকেন্দ্রের দায়িত্ব অর্পণ করেন।
আরও দেখুনঃ কুধারণা ও প্রতিকার pdf বই ডাউনলোড
নিচে ভুল সংশোধন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল-আশরাফ প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 6.11 MB প্রকাশ সাল ইং বইয়ের লেখকঃ হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ