ভেতরের পাতায় pdf বই ডাউনলোড। চৌধুরী সাহেব। কল্পিত চরিত্র নয়; বাস্তব দুনিয়ার রক্তমাংসে গড়া জীবিত মানুষ। দেখতে শুনতে প্রচলিত অর্থে নিপাট ভদ্রলোক। সুঠাম দেহের অধিকারী। আমি আর সে এক সময় কিছু দিন একই এলাকায় বসবাস করেছি। রাস্তা-ঘাটে চলতে ফিরতে দেখা-সাক্ষাৎ হওয়া থেকেই পরিচয়।
সে কীভাবে যেন জেনেছে যে, আমি লেখালেখির সাথে জড়িত। সেই থেকে আমাদের সাথে তার বেশ খাতির -যত্ন। বেশ অনেক বছর ওপর বাংলায় বসবাসের সুবাদে লেখকশ্রেনীর লোকদের প্রতি তার বিশেষ সমীহবোধ জন্মেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
- ছোটদের গল্পে পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
- বিয়ে সংকলন pdf বই ডাউনলোড
- মহাপ্রলয় pdf বই ডাউনলোড
- ছোটদের গল্পে পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
আমাকে দেখলেই অশুদ্ধ উচ্চারণ সালাত দিত, বাসার নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। না পারলে রাস্তায় দায়িয়েই কথাবার্তা শুরু করত। এভাবে আজ একটু কাল একটু শুনতে গিয়ে আবিস্কার করলাম, সাধারণ গোছের লোক হলেও সে আমার জন্য ক্ষুদ্র পরিসরে একজন অসাধারণ কালের সাক্ষী। তার অভিজ্ঞতার ঝুলি এমন অন্ধকার জগতের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ যে জগতের পর্দা উঠানো আমার নিজের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আমি নিজেওে কিছু সময় বের করলাম তার সাথে গল্প করার মধ্যে দিয়ে কিছু জানতে, কিছু বুঝতে।
’’সূচনাকথা’’
আজ এই দাম্পত্য জীবন সংক্রান্ত বইয়ের সূচনাকথা লিখতে গিয়ে তার নিজের জীবন থেকে নেওয়া একটি অভিজ্ঞতা খুবই প্রাসঙ্গিক হয়ে দাড়িয়েছে। বর্ণনাকে যথাসম্ভভ সংক্ষিপ্ত ও একেবারেই প্রাসঙ্গিক পরিসরের মধ্যে রেখে যতটুকু বলা যায় তার চেয়ে এক চুলও বাইরে যাব না। কারণ খারাপের প্রতি নাফসের সহজাত ঝোকঁ থাকে এবং তার প্রতি সে সহজেই আকৃষ্ট হয়। তাই স্থান-কাল-পাত্রে র উল্লেখ যথাসম্ভব উহ্য রাখব। এ কারণে কোথাও বর্ণনাকে খুব দ্রুতগতির মনে হতে পারে। এটা ইচ্ছাকৃত ।
একবার তিনি বাইরের কোনো একটি দেশে যান বেড়াতে। সেখানে তিনি এক রাতের জন্য একটি হোটেল একজন শয্যসঙ্গীনীসহ রুম বুকিং দেন। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট দিনে তিনি সন্ধ্যায় সেখানে যাবেন এবং পর দিন দুপুর পর্যন্ত থাকে নিয়ে থাকবেন। যেদিন সেখানে তার রাত্রীযাপনের কথা সেদিন দুপুরে অচেনা নাম্বার থেকে একটি ফোন এল- কেমন আছ? প্রশ্নের ধরণ এমন যেন কতকালের ঘনিষ্ট পরিচয়। বলল, দুপুরে খেয়েছো? এরপর ফোনে যত রকম মনভোলানো কথা বলা যায় তার কোনোটাই বাদ গেল না।
এরই মধ্যে দিয়ে সে নারী তার রুচিবোধ, পছন্দ-অপছন্দ, আগ্রহের বিষয় ইত্যাদির যতখানি সম্বভ খোজঁ নিয়ে নিলো। নির্দিষ্ট দিনে তিনি যখন সন্ধ্যায় গিয়ে সেখানে উপস্থিত হন তখন তার নির্ধানিত চেক-ইন টাইমের চেয়ে ঘন্টাখানেক দেরি হয়ে গেছে। রিসিপশন থেকে জানতে পারলেন যে তার সঙ্গিনী তার জন্যে রুমে অপেক্ষা করছে। আরো পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন 🙂 ।
নিচে ভেতরের পাতায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 28.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |