ভ্রান্তির বেড়াজালে ইক্বামতে দ্বীন pdf বই ডাউনলোড। ইক্বামতে দ্বীন আল্লাহর একটি বিশেষ নির্দেশ। ইসলামের যাবতীয় আহকাম মানব জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করাই এর মৌলিক লক্ষ্য। কিন্তু বর্তমানে ইক্বামতে দ্বীন বিভ্রান্তির ফাঁদে শৃঙ্খলিত। কারণ এখন দ্বীন প্রতিষ্ঠার নামে নিত্যনতুন দর্শনের জন্ম হয়েছে। আর সে কারণেই ইসলামের নামে অসংখ্য ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে অধিকাংশ ফের্কাই চরমপন্থা অবলম্বণ করেছে।
আর অন্যগুলো অবলম্বন করেছে শৈথিল্যবাদী পন্থা। প্রকৃত ইক্বামতে দ্বীন মুসলিম সমাজে প্রায় অনুপস্থিত। বরং গোঁড়ামী ও চরমপন্থা বিশ্বব্যাপী ইসলামকেই বিতর্কিত করেছে। অথচ ইসলামে যেমন শৈথিল্যবাদের ঠাঁই নেই, তেমনি চরম পন্থারও আশ্রয় নেই।
আরও দেখুনঃ উশর pdf বই ডাউনলোড
ইক্বামতে দ্বীন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণেই ইসলামের এমন পরিণতি ঘটেছে। অথচ এটা অত্যন্ত সহজসাধ্য বিষয়। কারণ এটা নতুন কোন বিষয় নয়। এটি পৃথিবীর সকল নবী-রাসূলের পালনীয় একটি বিশেষ নির্দেশ। ইসলাম নিরন্তর শান্তির চিরন্তন আধার। নির্যাতিত, অত্যাচারিত, বাস্তুহারা মানুষ সর্বদা এখানেই আশ্রয় পেয়েছে।
অজ্ঞতা-বর্বরতা, অন্যায়-অসত্যের আগ্রাসনে ধরাপৃষ্ঠ যখন নিষ্পেষিত, তখন ইসলামই তার স্বচ্ছ সলিলে ধরণীকে বিধৌত করেছিল, চূর্ণ-বিচূর্ণ করেছিল যাবতীয় অসত্যের ভিতকে। পৃথিবী সজ্জিত হয়েছিল পরশ শান্তির উদ্যানে। কিন্তু এই আবহমান ধারা বেশি দিন স্থায়ী হয়নি। রাসূলুল্লাহ সাঃ-এর তিরোধানের পর ইসলামের নামে অসংখ্য ভ্রান্ত দল ও পথের আবির্ভাব ঘটে।
আরও দেখুনঃ তাজা ঈমানের ডাক pdf বই ডাউনলোড
মিথ্যা ও উদ্ভট দর্শনের ফলে মুসলিম ঐক্য ভেঙ্গে খান খান হয়ে যায়। ইসলামের প্রকৃত ঐতিহ্য ও সম্মান নষ্ট হয়ে যায়। ঘটে যায় মহা বিপর্যয়। উক্ত মতবাদগুলোর মধ্যে সর্বপ্রথম উৎপত্তি হয় চরশপন্থী খারেজী মতবাদের রাজনীতিকে কেন্দ্র করে পৃথিবীর সর্বত্রই এই নব্য দর্শন ছড়িয়ে পড়ে।
এছাড়া আরো অসংখ্য ভ্রান্ত দর্শনের জন্ম হয়। যে বিষয়ে রাসূল সাঃ পূর্বেই ভভিষ্যদ্বাণী করে গেছেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাঃ বলেন, একদা রাসূলুল্লাহ সাঃ আমাদের জন্য একটি সোজা রেখা টানলেন এবং বললেন, এটা আল্লাহর পথ।
আরও দেখুনঃ সূরাতুস স্বালাত pdf বই ডাউনলোড
নিচে ভ্রান্তির বেড়াজালে ইক্বামতে দ্বীন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 7.07 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ মুযাফফর বিন মুহসিন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ