ভয় পেলেন অভয়চরণ pdf বই ডাউনলোড। এত সস্তায় বাড়িটা পেয়ে যাবেন ভাবতেই পারেনি অভয়। অভয়চরণ সরকার । বয়স বেয়াল্লিশ। বুকের ছাতি ছেচল্লিশ। বাইসেপ, ট্রাইসেপ, ল্যাটিস-প্যাটিস মিলিয়ে আরও গোটা পঞ্চাশ ইঞ্চি হবে। ক্যালকাটা ট্রাম কোম্পানিতে চাকরি করে। এমন একটা ভীমসেনী চেহারার কারণ অভয়চরণ সরকার একজন রাজ্যস্থরের ব্যায়ামবীর। একটা রুপো, দুটো ব্রোঞ্জের মেডেল ছাড়াও বেশ কিছু সার্টিফিকেট আর শিল্ড অভয়ের ঝুলিতে ঢুকেছে। চাকরিটাও সেই সুত্রে পাওয়া।
শীত নেই, বর্ষা নেই সারা বছর ভোর চারটেয় ঘুম থেকে উঠে পড়ে অভয়। তারপর জলে ভেজানো হাফ সের ছোলা খেয়ে কেডস, ট্রাকস্যুট পরে বেরিয়ে পাক্কা পাচঁ কিলোমিটার দৌড়ের পর দুশো ডন দুশো বৈঠক তিনশো সিট আপ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কিতাবুল হজ pdf বই ডাউনলোড
- গণিতের সকল সূত্র ও সূত্র সমূহ
- হে আমার ছেলে pdf বই ডাউনলোড
- আপনার খুতবা কি শরয়ী খুতবা হচ্ছে pdf বই ডাউনলোড
- হাদীস কাহিনী pdf বই ডাউনলোড
ডাববেল, বারবেল মিলিয়ে সে এক এলাহি কান্ড। বজরংবলীর একনিষ্ঠ ভক্ত অভয় বিয়ে-থা করেনি। ডন-বৈঠকই তার বন্ধু কাম গৃহিণী। দেশের বাড়ি ছিল সমুদ্রগড়। ওখান থেকেই রোজ কলকাতায় অফিসে ডেলিপ্যাসেঞ্জারি করত। তারপর বাবা-মা মারা যাওয়ার পর পৈতৃকভিটে বিক্রি করে দিয়ে হাওড়া শিবপুরে একটি বাড়ির দোতলায় ভাড়া চলে আসে।
বাড়িওয়ালা একতলায় থাকতেন। বদ্ধ কালা। ওনার স্ত্রী-ও কানে কম শুনতেন। ওনাদের একমাত্র ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করত। দীর্ঘ সাত বছর ধরে ভাড়াটে-বাড়িওয়ালা মিলে সব ঠিকই ছিল। হঠাৎ বিপদ। বাড়িওয়ালার ছেলে ট্রান্সফার পেয়ে কলকাতায় নিজের বাড়িতে চলে এল। আর আসার কয়েকদিনের মধ্যেই অভয়ের সঙ্গে লেগে গেল ঝগড়া। ঠিক ঝগড়া নয়, কারণ প্রথমত অভয়ের বড়ই মাথা ঠান্ডা।
প্রায় কখনই রাগে না। তার গুরু শিখিয়েছিলেন বলবান পুরুষদের কখনও মাথা গরম করতে নেই তাহলে বলহীন পুরুষদের সমূহ ক্ষতির সম্ভাবনা। আর দ্বিতীয়ত অভয়ের ছেচল্লিশ ইঞ্চি ছাতির সামনে দাড়িঁয়ে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলার মতো লোক বঙ্গভূমে বড়ই কম আছে । তাই ঝগড়া নয়, বলা যায় কাতর হুমকি। রোজ ভোর সারে চারটে থেকে দোতলার ঘরে ডামবেল, বারবেলের ঢং ঢাং এবং হেঁইও হাঁইও শব্দে আধা পাগল হয়ে বাড়িওয়ালা ছেলে হাতজোড় করে অভয়কে বললেন।
মাননীয় অভয়বাবু, আপনি অনুগ্রহ করে আগামী সাতদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে অন্যত্র ব্যবস্থা দেখুন অন্যথায় আমি যদি পাগল হয়ে যাই, পুলিশে আপনাকে ধরবে। এমন রোজ চলতে থাকলে আমি আর খুব বেশি হলে আট দিন তার পরেই ফুল পাগল হয়ে যাবো। আর আমার মৃত্যু….ইয়ে পাগলত্বের জন্য আপনি দায়ী থাকবেন । শুনে অভয় খুব গম্বীর হয়ে বলেছিল কিন্তু আমি এতদিন ধরে এই বাড়িতে রয়েছি, কই আপনার বাবা-মা তো কোনও দিন!!!…..।
নিচে ভয় পেলেন অভয়চরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পত্রভারতী |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.47MB |
প্রকাশ সালঃ | ২০১৭ |
বইয়ের লেখকঃ | বিনোদ ঘোষাল |
অনুবাদঃ |