মধ্যবিত্ত pdf বই ডাউনলোড । মা জানেন তিনি আজ মারা যাবেন। কোলকাতায় প্রচন্ড গরম। রাস্তার বাইরে দাড়িয়ে লেবুর শরবত খাচ্ছি। ফুচকা খেয়েছিলাম একটু আগে। এক রুপিতে দুটো ফুচকা। ফুচকার ভেতরে তেতুল আর মরিচের তৈরি বিশেষ রস। খুব ঝাল হলে হাতে তৈরি আলুপর চিপসে ছোট্ট একটু কামড়। নেশা ধরে যায়। পেট ভরার জন্য দুপুর বেলা গোটা পরের ফুলেই হল।
এদিকে কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান তুলে বসে যায় ব্যবসায়ীরা। আমার জন্য সুবিধা। স্বাস্থ নিয়ে টেনশন নেই ফিটফাট আছি। ওলট পালট খেলেও পেট ঠিক! গত কয়েকটা দিন এসব খেয়েও সুস্থ আছি। সকল হলেই ডিম ভুনা, গরম ভাত। যে হোলেটে থাকি সেখানকার রসইঘুরে সবকিছুই ঝাল ঝাল রান্না হয়। ঝাল খেতে পারিনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ছোটদের গল্পে পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
- চাঁদ দেখে রোযা ঈদ pdf বই ডাউনলোড
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- ভারত যখন ভাঙলো pdf বই ডাউনলোড
- তুমি সেই রাণী ও রাজা pdf বই ডাউনলোড
আম খুব সন্তা এদিকে। কেজি মাত্র ত্রিশ রুপি। বারো মাসই এমন। দামে ওঠানামা নেই। আম কিনে আনি। ঝাল এড়াতে আম দিয়ে ভাত খাই। আম ভাত দিয়ে মাখিয়ে খাবার পর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই হাসপাতালে যাওয়ার পথেই মাটির ঘটিতে গরম গরম দুধ চা। একদম ফ্রেশ । কখনও কখনও থ্যামস আপও খাওয়া হয় (ক্লোল্ড ড্রিংকস)। একটু ভাব নিয়ে চুমুক! দেশ ছাড়ার পর খাওয়ার ধরণ বদলেছে। সাথে আসা বাবা, বড় মামা আর ছোট বোন রুবি বিপদে পড়লেও আমি মানিয়ে নিয়েছি এই অবস্থায় আবদারে চলেনা। মায়ে অসুস্থতার সময়ে মানিয়ে নিতেই হবে!
অপারেশ আজ। হুড়মুড়িয়ে গরম বাতাস আসছে। আমার ক্ষিধে কমেনা। টেনশন হলেই পেট খালি হয়ে যায়। ছোটবেলা থেকে অভ্যাস। বড় মামার চোখ রাঙানি এড়িয়ে ঝালমুড়ি নেই দশ রুপির। ঝালমুড়িটা ভালো করে অনেক পেয়াজ আর নারকেল দিয়ে বানায়। মুড়ির সাথে মাখানো ঝোলের টেস্টটাই অন্যরকম। মুড়ি খেতে খেতে যখন মুখের ভেতর ছোট ছোট সেদ্ধ, মিষ্টি আলুর টুকরা পড়ে তখন আরামে চোখ বুজে আসে।
ঝাল মুড়ি মুখে দিয়েই আমি চোখ বন্ধ করে থাকি। অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করেনা। মায়ের অপারেশন নিয়ে টেনশন করতে ইচ্ছে করেনা। খাবার নিয়ে ভেবে অন্য সব কিছু ভুলে যেতে চাই। তোর মা মনে হয় আর পারলো না থাকতে। কথাটা বলেই বাবা ফুঁপিয়ে কাঁদে। আমি বাবার কান্না দেখি। এই লোক সচরাচর কাঁদেনা। বয়স্ক একটা মানুষের কান্না দেখতে ভালো লাগেনা।
নিচে মধ্যবিত্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক কবিতা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.95 MB |
প্রকাশ সালঃ | 1945 সাল |
বইয়ের লেখকঃ | ডক্টর মুহম্মদ ইকবাল |
অনুবাদকঃ | সৈয়দ আব্দুল মান্নান |