মনীষা
মনীষা pdf বই ডাউনলোড। হিফজখানার জীবনটা ছিল আমার জন্য একটা বন্দি জীবনের মতো। বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাইরে কত স্বাধীনতা! মানুষের কলরব, স্বাধীন শিশু-কিশোর, উড়ন্ত পাখি, বিশাল বিস্তৃত আকাশ আর আকাশে ছড়িযে থাকা অসীম নীলিমা ।
কিন্তু এতসব স্বাধীনতা আমার ধরা ছোয়ার বাইরে। হিফজখানার স্মৃতি বলতে এটাই মনে পড়ে বেশি। ওই জীবন কোনো আনন্দ ছিল না। আনন্দ বলতে শুধু আমি বুঝতাম শীতকালীন ওয়াজ মাহফিল। কারণ, বছরের শুধু এই দিনটায় মাগরিবের পর উস্তাদের বেতের ভয় নেই।
আরও দেখুনঃ অকাল্টিজম সাইন্টিজম অন্যান্য pdf বই ডাউনলোড
সবক শোনানোর ঝামেলা নেই, সাতসবকের জন্য অস্থির হয়ে যাওয়া নেই। তার জায়গায় চারদিকে আলোঝলমলে সামিয়ানা, প্রকৃতি ভাসিয়ে নেওয়া মাইকের আওয়াজ, তেলাওয়াত, গজল ও বক্তার অমায়িক সুরের মুর্ছনা। মানুষের হাস্যকলরব; সকাল থেকে সন্ধ্যা শুধু ছুটোছুটি। শুধু এই একটা দিনের জন্য আমি সারা বছর অপেক্ষা করতাম।
গ্রাম ছেড়ে যখন ময়মনসিং সদরের জামিয়া আশরাফিয়া খাগড়হর হিফজ বিভাগে ভর্তি হলাম, তখন হিফজখানার বন্দিত্বের অনুভুতি আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠল। কারণ তখন আমার সামনে আরো একটা দিগন্ত খুলে গেল। আমার মতোই কিছু ছাত্র কিতাব বিভাবে পড়ে। তারা মাদরাসায় পড়েও কত স্বাধীন! মাত্র সাতটা ক্লাস।
আরও দেখুনঃ অদৃশ্য অনলে জ্বলে সোনার স্বদেশ pdf বই ডাউনলোড
এরপর অফুরন্ত অবসর। দৌড়াদৌড়ি। ইচ্ছেমতো রুমে ছেড়ে বের হয়ে যাওয়া , মাঠে মাঠে ছুটোছুটি। সব চেয়ে বেশি অবাক লাগত তাদের পড়ার ক্ষেত্রেও স্বাধীনতো আছে। এক কিতাব নিয়ে পড়ে থাকার কোনো ঝামেলা নেই। একটা ভালো না লাগলে আরেকটা পড়। কোনো সমস্যা নেই। সব মিলিয়ে কিতাব বিভাগের ছেলেদের প্রতি অন্যকরম একটি ঈর্ষা কাজ করত।
সেই ঈর্ষা থেকেই হিফজের শেষের দিকে কিতাব বিভাগের অনেকের সাথে পরিচিত হয়ে যাই। কিতাব খানার এক ছাত্রের ছোট ভাই আমার বন্ধু। সেই সুবাদে খুব সহজেই কিতাব খানার ভেতেরের অনেক কিছু আমি জানি। যতই জানি, ততই আমার এই স্বাধীন জীবনটির প্রতি মোহ বাড়তে থাকে।
আরও দেখুনঃ অবিশ্বাসের ভাইরাস pdf বই ডাউনলোড
নিচে মনীষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.83 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ