মহর pdf বই ডাউনলোড। পৃথিবীটা মানুষের কাছে আগের মত অজানা বা বিশাল নয়। আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক বিশ্ব সমাজকে নিকটতর করেছে বিশ্ব সমাজ ও সংস্থা গড়ে উঠেছে অনেকগুলি রাষ্ট্রের সমন্বয়ে রাষ্ট্রের উৎপত্তি মানব সমাজ থেকে আর সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার সভ্য পরিবারের সূচক স্বামী+স্ত্রী স্বামী-স্ত্রীর পরিবার, সমাজ ও রাষ্ট্রের মূল ইউনিট । তার সূচনা হয় বিয়ে-শাদীর এ জন্য বিয়ে শাদী ও পরিবারের ইতিহাস, মানবেতিহাসের মতই প্রাচীন। আদম ও হাওয়া আ. থেকেই এর সূচনা।
তাঁরাই প্রথম মানব এবং মানবী, স্বামী+স্ত্রী, তাঁরাই প্রথম পরিবার মাধ্যমে বিয়ে শাদীতে মহর অপরিহার্য শর্ত। মহর নিয়ে আমাদের সমাজ জীবনে নানা অজ্ঞতা বিরাজমান। আছে রকমারী কুসংস্কারও ফলে নারীরা হচ্ছেন অনিবার্য বঞ্চনার শিকার। যে নারী আমাদের জনসংখ্যার অর্ধেক, সমাজের অর্ধেক, কন্যা, জায়া, জননী। সেই তাদেরই বঞ্চনার পরিণতি বড় ভয়াবহ করুন ও নির্মম।
আরও ইসলামিক বই দেখুনঃ
একে অস্বীকার করার উপায় নেই। নারী সমাজ বঞ্চিতা হলে মানবতাই বঞ্চিত হয়। মানবাধিকারের লংঘন হয়। মানবতা অপমানিত ও পরাজিত হয়। ফলে পরিবারে ভাংগন, সমাজে অশান্তি আর রাষ্ট্রে বিশৃঙ্খলা অনিবার্য হয়ে উঠে। আজকের সমাজ ব্যবস্থা এর বাস্তব প্রতিচ্ছবি। এর নিরাময় হতে পারে অজ্ঞতা দূরীকরণ, সংস্কার সাধন, শরীয়াঃ আইনের বাস্তব প্রয়োগ ও অনুশীলনের মাধ্যমে। আর সে উদ্দেশ্যেই চলতি আলোচনার প্রয়াস ।
নারী আল্লাহ তা’আলার সৃষ্টি কৌশলের বিস্ময়কর নিদর্শন এবং তাকে ছাড়া তাঁর বিরাট সৃষ্টি কারখানা অচল হয়ে পড়ে। অপরদিকে সে না হলে মিলনেই আল্লাহ তা’আলার সৃষ্টি কারখানা চালু থাকে। নারী তার দেহ ও পুরুষের জীবন হয় নিতান্ত নীরস ও একেবারে আনন্দহীন। নারী-পুরুষের মান-সম্ভ্রম পুরুষের নিকট অকাতরে সমর্পণ করে৷ এই আত্মদান ও প্রেম- প্রীতির সম্যক আর্থিক বিনিময় ও প্রতিদান সম্ভব নয়। তবে নারীর মর্যাদার খাতিরে যথাসাধ্য এর প্রতিদান দেয়া পুরুষের অবশ্য কর্তব্য।
সদাচার এবং সৌজন্য ও তাই দাবি করে। স্ত্রীর জন্য স্বামীর এ দানকেই ইসলামের পরিভাষায় ‘মহর’ বলে। কোন পুরুষ যদি বিনিময়ে কিছুই দিতে না চায়, তবে নারীর দেহ সমৰ্পণ অশুদ্ধ হবে না বটে কিন্তু ইসলামী আইন নারীর মর্যাদা ও অধিকার রক্ষার ব্যাপারে অত্যন্ত সজাগ। ইসলামী আইন অবশ্যই স্বামীর যোগ্যতা ও স্ত্রীর সামাজিক মর্যাদা অনুসারে তার পরিতোষিক (মহর)
আদায় করে দিতে তৎপর।
মহর (,৪০) আরবী; হিব্রুতে ‘মুহর’ সিরীয় মাহরা = বিবাহে কন্যার প্রাপ্য যৌতুক। মূলতঃ বিনিময় মূল্য (৩) সা’দাক এর সমার্থক । যার অর্থ বন্ধুত্ব তৎপর উপহার অর্থাৎ স্বেচ্ছাকৃত দান
মহর এর শারয়ী সংজ্ঞা
বিবাহ বন্ধন উপলক্ষে স্ত্রীকে স্বামী কর্তৃক বাধ্যতামূলক ভাবে প্রদত্ত মালকে ‘মহর’ বলে। যা স্ত্রীর নিজ সম্পত্তি স্বরূপ গণ্য হয় ।
নিচে মহর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিবাহ ও নারী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 26.00 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা শাহ নজরুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |