মহাবীর খালিদ pdf বই ডাউনলোড । নাটক সাহিত্যের একটি সমৃদ্ধ শাখা। নাটকের সংলাপের ভেতর সব ধরনের দর্শক অতি সহজ উপায়ে মুল বিষয়বস্তু অনুধাবন করতে পারে। নাটকে ঘটনা ও বিভিন্ন চরিত্রের পারস্পরিক সম্পর্কেত ভেতর দিয়ে ঐতিহাসিক বা সামাজিক চিত্রের প্রতিফলন ঘটে।
নাটকের মধ্য দিয়ে বিশেষ ঐতিহাসিক সময়কে চিত্রায়িত করা অনেক সহজ। এর ফলে দর্শকের মনে নাটক সাহিত্যের অন্য যে কোন বিষয়ের চেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ধরা দেয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহর তলোয়ার pdf বই ডাউনলোড
- গল্পে খালিদ বিন ওয়ালীদ pdf বই ডাউনলোড
- ইয়ারমুক যুদ্ধ pdf বই ডাউনলোড
- নাঙ্গা তলোয়ার ২য় খন্ড pdf বই ডাউনলোড
- নাঙ্গা তলোয়ার ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ৮ম খন্ড pdf বই ডাউনলোড
আমাদের শিশু কিশোরদের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়অর সহজ মাধ্যম হচ্ছে এই নাটক। মহাবীর খালিদ ইসলামের প্রাথমিক যুগের অনেক বড় মাপের সেনানায়ক। শত্রুশিবির তাঁর ভয়ে তটস্থ থাকতো। এমন একজন সাহসী ও সম্মানী সেনানায়ককে মুসলিম জাহানের দ্বিতীয় খলীফা হযরত উমর রাঃ একজন সাধারণ সৈনিকের পদমর্যাদায় নামিয়ে দিরেন কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।
মহাবীর খালিদ হাসিমুখে খলীফার সেই আদেশ মেনে নিয়ে সাধারণ সৈনিকের কাতারে চলে গেলেন। এটাই হচ্ছে ইসলামের মুল শিক্ষা। ইসলামের সেবা যে কোন অবস্থান থেকেই করা যায়। একমাত্র ঈমানের বলে বলীয়ান ব্যক্তির পক্ষেই এ ধরণের পরিস্থিতি হাসিমুখে বরণ করে নেয়া সম্ভব। এটাই একজন মহাবীরের বীরত্বের উত্তম উদাহরণ।
বিশিষ্ট শিশু সাহিত্যির ও নাট্যকার আল কামাল ওহাব অতি সহজ প্রঞ্জল সংলাপের মাধ্যমে মহাবীর খালিদের চরিত্র তুলে ধরেছেন শিশু কিশোরদের জন্য। পাঠকপ্রিয়তার জন্য বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো।
উপন্যাস বর্ণনা-প্রধান কিন্তু নাটক সংলাপ-নির্ভর সাহিত্য-কর্ম। নাটকে ঘটনা ও চরিত্রের পারস্পারিক সম্পর্কের মধ্য দিয়ে জীবনের ঘাত-প্রতিঘাতের প্রতিফলন ঘটে থাকে। এভাবেই নাটকের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ জীবনের রূপায়ণ সম্ভব। আমিও চেষ্টা করেছি মহাবীর খালিদ রাঃ এ ঘটনাবহুল জীবনের খন্ড চিত্রগুলোকে আলোচ্য নাটকের মাধ্যমে তুলে ধরতে। মনে রাখতে হবে, এটি কোন গবেষণা গ্রন্থ নয়, নাটক।
সুতরাং নাটকের প্রয়োজনে মহাবীর খালিদ রাঃ কে যুদ্ধের ময়দানে হাযির না করে কথোপকথনের মাধ্যমে তাঁর বিরত্বের কাহিনীকে প্রকাশ করা হয়েছে – যুদ্ধকে প্রাধান্য দেওয়া হয়নি। অথচ খালিদ রাঃ এর জীবনকথার সঙ্গে যারা পরিচিতি, তারা জানেন যে, যুদ্ধকে বাদ দিয়ে খালিদের জীবনের পূর্ণতা চিন্তাই করা যায় না।
মহাবীর খালিদ রাঃ উন্মুক্ত তরবারি হাতে শত্রু-সেনার সম্মুখীন হয়েছেন বারবার। জীবনে কখনো কোন যুদ্ধেই তিনি পরাজিত হন নি। ঈমানের বলে বলীয়ান মহাবীর খালিদ রাঃ এর এটাই বোধ হয় সবচেয়ে বড় পরিচয়।
নিচে মহাবীর খালিদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.08 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আল কামাল আবদুল ওহাব |
অনুবাদঃ |