মহামারী ও ফিতনা pdf বই ডাউনলোড। আজ গোটা জাতি নাফরমানী ও পাপে নিমজ্জিত। খুন, ধর্ষণ, রাহাজানী, সমকামিতা, পরকীয়া, মাদক, বেহায়াপনা, অশ্লীলতা, গান-বাদ্য, সুদ, ঘুষ, যুলুম-অবিচার সহ এমন কোনো পাপ নেই, যা সমাজকে গ্রাস করেনি। প্রাইমারী থেকে বিশ্ববিদ্যাল পর্যন্ত, তিন বছরের বালক থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত ফেসবুক-ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে।
রাত দুইটা তিনটা পর্যন্ত, কেউ কেউ সুবহে সাদিক পর্যন্ত অশ্লীল-উলঙ্গ ছবির মধ্যে ডুবে থাকে। এরপর যখন ফজরের আযান হয়, তখন সুইচটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সুতরাং এ উম্মাহর ধ্বংস অনিবার্য।
ঈমান বিধ্বংসী অস্ত্র বর্তমানে মোবাইল-ইন্টারনেটের চেয়ে ঈমান বিধ্বংসী ভয়ঙ্কর আর কোনো জিনিসই নেই। মিনিটে মিনিটে ব্যভিচারের এ্যাড, নর্তকীদের অশ্লীল ছবি, পরকীয়া প্রেম, খরিদ্দারের চাহিদা মোতাবেক যিনার আহবান……. তারপর? তারপর ধ্বংস! বড় নাজুক অবস্থা
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ পাকের নির্দেশ হলো- একটু ফুরসত পেলেই আল্লাহ পাকের যিকির ও আখেরাতের ফিকির করবে। কিন্তু বর্তমানে এ উম্মাহর অবস্থা এতটাই নাজুক যে, একটু সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হয়ে পড়ে। গাড়িতে, লঞ্চে, ট্রেনে, বিমানে, রিক্সায়, যেখানে থাকে একটু সুযোগ পেলেই ফেসবুক চালাতে আরম্ভ করে, রাতে শুয়ে শুয়েও ফেসবুকে নর্তকী ও পতিতাদের অশ্লীল ছবি দেখে! এজন্য অভিজ্ঞ লোকেরা বলেছেন, ইন্টারনেট-ফেসবুকের নেশা মাদকের চেয়েও ক্ষতিকর।
কারণ, মাদকের নেশা সাময়িক, কিন্তু ফেসবুকের নেশা দীর্ঘস্থায়ী এবং এর ক্ষতিও বেশি । করোনাভাইরাস থেকেও ইন্টারনেট ভয়ঙ্কর করোনা ভাইরাসের আক্রমণে একজন মানুষের বেশির থেকে বেশি মৃত্যু হয়। এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু ফেসবুক-ইন্টারনেটে আক্রান্ত ব্যক্তির ‘ঈমান’ এবং ‘চরিত্র’ দুটোরই মৃত্যু ঘটে। ফলে তার জন্য জাহান্নামের শাস্তি অনিবার্য হয়ে যায় ।
‘কারোনাভাইরাস’ এর আঘাতে সমগ্র দুনিয়া থেকে মাত্র কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু ফেসবুক-ইন্টারনেটের অপব্যবহারে বিশ্বের কয়েকশ’ কোটি মানুষের ‘ঈমান’ ও ‘চরিত্র’ ধ্বসং হয়ে গিয়েছে।
‘কারোনাভাইরাস’ এর আঘাত একসময় বন্ধ হয়ে যাবে এবং তার ক্ষতও মুছে যাবে। কিন্তু চরিত্র ও ঈমান বিধ্বংসী ফেসবুক-ইন্টারনেটের আক্রমণ সহজে বন্ধ হবে না এবং তার ক্ষতি থেকে এ উম্মাহকে বাঁচানোও সম্ভব হবে না।
শুধু ফেসবুক-ইন্টারনেটই নয়; বরং বর্তমানে মিথ্যা, গীবত, ঝগড়া- ফাসাদ, হিংসা, তাকাব্বুর, ওয়াদা খেলাফ, খেয়ানত, চোগলখোরী, ধোঁকা, প্রতারণা, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, যুলুম, গান-বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, মাদক সেবন, ধর্ষণ, সমকামিতা, পরকীয়া সহ বিভিন্ন নাফরমানী কর্মকাণ্ড গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। বইটি যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন! হেদায়েদ দান করুন আমিন।
নিচে মহামারী ও ফিতনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আযীয |
বইয়ের ধরণঃ | শেষ জামানা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.2 MB |
প্রকাশ সাল | ২০২০ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি মুহাম্মাদ আঃ রহমান আজাদ |
বইয়ের অনুবাদকঃ |