মহাশূন্যে সবই ঘুরছে pdf বই ডাউনলোড। মহাশূন্যে যে সবকিছুই আপন আপন কক্ষপথে ঘুরতেছে সে সম্পর্কে পবিত্র আল-কুরআনের বাণী :
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَالشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَر لَهَا طَ ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ – لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ طَ وَكُلُّ فِي
فَلَكٍ يَسْبَحُونَ – (رسوره يس)
অর্থ : আর সূর্য তার গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছে। এটা মহাপরাক্রমশালী সুবিজ্ঞ সত্তার সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা। আর চাঁদের মঞ্জিলসমূহও আমরা নির্দিষ্ট করে দিয়েছি। এভাবে তা তাদের (মঞ্জিলসমূহের) উপর দিয়ে চলে গিয়ে শেষ পর্যন্ত খেঁজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে পড়ে। সূর্যের ক্ষমতা নেই যে সে চাঁদকে ধরে ফেলে আর না রাত দিনকে ছেড়ে এগিয়ে যেতে পারে। আর সবকিছুই মহাশূন্যের মধ্যে সাঁতার কাটছে বা গতিশীল অবস্থায় চলছে। কাটছে বা
(সূরা ইয়াসিন : ৩৮, ৩৯ ও ৪০ )
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
ব্যাখ্যা : বাস্তবে এগুলি হচ্ছে তাওহীদের পক্ষে অকাট্য দলিল। যার মধ্যে আমরা পাচ্ছি এমনকিছু তত্ত্ব ও তথ্য যা থেকে পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান, এদের গতিশীলতা, গতিজড়তা, আকাশরাজ্যে জ্যোতিষ্কমণ্ডলীর অবস্থান, তাদের সুনির্দিষ্ট কক্ষপথে অতিক্রম করে অন্যত্র সরে নড়ে না যাওয়ার নিশ্চয়তা এবং দিন ও রাত সংঘটিত হওয়ার সুনির্ধারিত ব্যবস্থাপনার মূল হাকীকত ।
এখানে একথাও সুস্পষ্টভাবে জানা গেল যে, সূর্য তার কক্ষপথে যখন দ্রুতগতিতে ছুটে চলছে তখন পরিবারের বা সৌরজগতের সকলকেই অর্থাৎ পৃথিবী, চাঁদ ও অন্যান্য গ্রহ উপগ্রহ সবকিছুকে নিয়েই এমনভাবে ছুটে চলছে যে, কেউ কারো নির্ধারিত পথ ছেড়ে অন্য কারো পথে ঢুকে পড়তে পারবে না এবং পারবে না একটার সঙ্গে আরেকটার টক্কর লাগতে-যা একই সত্তার সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা ছাড়া সম্ভব হতে পারে না ।
ঐ একই বিষয়ের ২য় দলিল পাওয়া যায় সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ্ বলেন :
وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ
يسبحون –
অর্থ ঃ এবং তিনিই তো (আল্লাহ) যিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র । সব.মহাশূন্যের মধ্যে ঘুরছে বা সাঁতরাচ্ছে।
নিচে মহাশূন্যে সবই ঘুরছে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | খন্দকার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজ | 3.72 MB |
প্রকাশ সালঃ | ১৯৮২ সাল (প্রথম ) |
বইয়ের লেখকঃ | খন্দকার আবুল খায়ের |
বইয়ের অনুবাদকঃ |