মহাসিন্ধুর ওপার থেকে pdf বই ডাউনলোড। আদি অন্ত দিগন্ত বিহীন এই অনন্ত মহাবিশ্ব। এই পার্থিব জগৎ তারই অপূর্ব ক্ষুদ্র নির্দশন। জীবন থেকে মহাজীবনের পথে এই জন্ম-মৃত্যু-ময় পার্থিব জগৎ এক আশ্চর্য্য সুন্দর বিরামক্ষেত্র। সুখ, দুঃখ হাসি কান্না, রোগ, শোক, মৃত্যু, জরা সব একাকার হয়ে গিয়েছে এই মৃত্যুলোকে।
তাই এই পৃথিবীই একদিকে যেমন কর্মের ক্ষেত্র, আরেকদিকে তেমনই মুক্তির ক্ষেত্র। কর্মের মধ্য দিয়ে যেমন এখানে জন্ম জন্মান্তরের যাত্রা শুরু হয় তেমনি, সত্য, জ্ঞান, প্রেম, ভক্তি ও ত্যাগের মধ্য দিয়ে ঘটে চিরমুক্তি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দুনিয়ার ওপারে pdf বই ডাউনলোড
- মৃত্যুর ওপারে pdf বই ডাউনলোড
- সহজ হেকায়াতে সাহাবা pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- ৫০০ ফতোয়া pdf বই ডাউনলোড
পৃথিবীতে আসা যাওয়ার চক্র থেকে যারাঁ চিরমুক্তি লাভ করেন তারা অনন্তকাল ধরে ঊর্ধ্ব সপ্তলোকে চির আনন্দে চির অমৃতের মাঝে শাশ্বত জীবনযাপন করেন। পার্থিব জগতের জন্ম, মৃত্যু, হাসি, কান্না,পাপ, পূণ্য যেমন প্রত্যেক্ষ সত্য তেমনি মৃত্যুর ওপারে যে আনন্দময় অমৃতময় ঊর্দ্ধ সপ্তলোক ভূ, ভুবঃ,স্বঃ,মহঃ,জনঃ তপো, হিরণ্য এবং তারও ঊর্ধ্ব যে ব্রক্ষলোক ও পরব্রক্ষলোক রয়েছে তাও তেমনি ধ্রুব সত্য। এই দুই জগতের সাথে প্রতিটি প্রাণীর আত্মিক সংযোগই হইলোক ও পরলোকের মাঝে সেতুবন্ধন করেছে।
এই মৃত্যুলোক হল কর্মভুমি। এখানে মানুষ যেমন কর্ম করে পরলোকে তেমনি কর্মফলভোগ করে। ইহলোক যারাঁ জ্ঞান, ভক্তি ও যোগের পথে সিদ্ধি লাভ করতে সক্ষম হয়েছেন মৃত্যুর পর আপন কর্মফল অনুযায়ী তারা ভু, ভুব, মহঃ, জনঃ, কিংবা তপোলোক প্রাপ্ত হন। এবং ওখানে যারাঁ যেতে পারেন তারাঁ জন্ম-মৃত্যুর কালচক্রের বহু ঊরর্দ্ধে চলে যান, তাদের আর মৃত্যুলোক কিংবা মরলোক ফিরে আসতে হয় না।
মরণের মহাসিন্ধুর পারে চিরতরে অমৃতত্ত্ব লাভ করে তারাঁ পরমানন্দে বিরাজ করেন। কিন্তু সেখানে গেলেও তাদেঁর সাবধান শেষ হয় না। একদিন পৃথিবী থেকে যে মহাসাধণা তারাঁ শুরু করেছিলেন, পরলোকে গিয়েও জ্যোতির্ময় দেহে তারাঁ সেই সাধনাতেই রত থাকেন। তবে মৃত্যুলোকের মত সেখানে তারাঁ সাধনা নিজের জন্য করেন না।
সেই দিব্যলোকে জগৎকল্যাণের জন্যই তারাঁ সাধনা করেন। অনেক সময়ে অমৃতলোকবাসী এই জ্যোতির্ময় দেহধারী মহান আত্মাগণ পৃথিবীতে এসে ধর্মপ্রাণ, সৎ গৃহস্থ তথা ভক্ত, জ্ঞানী, যোগীদেরও কৃপা করেন নানান ভাবে। এমনকি ক্ষেত্রবিশেষে প্রত্যক্ষভাবে দর্শন দিয়ে অপার্থিব উপায়ে নানা পার্থিববিপদ থেকে তাদেরঁ রক্ষাও করেন। মৃত্যুর ওপারে সাতটি লোকে বিভিন্ন ধরণের আত্মার জন্য বিভিন্ন ধরণের স্তর নির্দিষ্ট রয়েছে।
নিচে মহাসিন্ধুর ওপার থেকে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | জয়মাতারা পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | তারাশিস গঙ্গোপাধ্যায় |
অনুবাদঃ |