মহা বিপদ সংকেত pdf বই ডাউনলোড। বিপদে ভয় পাওয়াটা মানুষের সহজাত ধর্ম। তাই বিপদকে ভয় পায় না এমন মানুষ দেখাই যায় না। বিপদে আমি না যেন করি ভয় এ প্রার্থনা যতই হোক না কেন গায়ে আগুন লাগতে দেখলে তা থেকে রেহাই পেতে চাইবে না কোন বোকায়? যার সামান্য বুদ্ধি আছে, কোন বিপদ সম্পর্কে যার এতটুকু জ্ঞান আছে, বিপদকে বিপদ রূপে বিশ্বাস করে উক্ত বিপদের সম্মুখীন হতে অবশ্যই ভীত হবে।
একটি পাগল বৈদ্যুতিক তার স্পর্শ করার পরিণতি বুঝতে পারেনা বলেই সে তা জড়িয়ে ধরে। আগুনে পুড়া যায় এ সম্পর্কে জ্ঞান না থাকার ফলেই নির্বোধ শিশু একটি জ্বলন্ত কয়লার ধরার জন্যে হাত বাড়ায়। অনুরূপভাবে একজন পথিক পথ চলতে চলতে সামনে হঠাৎ একটি বিষধর সাপ পড়তেই ভয়ে চমকে উঠে থমকে দাড়াঁয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহর ভয়ে কাঁদা pdf বই ডাউনলোড
- বিপদ যখন নিয়ামত pdf বই ডাউনলোড
- মহা উপদেশ pdf বই ডাউনলোড
- মুসলিম জাতির প্রতি মহা উপদেশ pdf বই ডাউনলোড
- অমূল্য রত্ন pdf বই ডাউনলোড
পলাতক আসামীরা পুলিশ আসছে শুনলেই ভয়ে দিশেহারা হয়ে পড়ে। হিংস্র পশুর বাসস্থান গভীর বন জঙ্গল দিয়ে চলতে গেলে ভয়ে বুক দূরু দূরু করে। সন্ত্রাসী-ডাকাত- হাইজ্যাকারে ভরা জনপদে নিরীহ মানুষ একলা চলা ফেলা করতে ভয়ে জড়োষড়ো হয়। আবহওয়া বিজ্ঞপ্তিতে বিপদ সংকেত দেখানো হলে মানুষ ভয়ে নিরাপদ আশ্রয় তালাশ করে।
ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস সম্পর্কিত বিপদ সংকেতের সংবাদ রেডিও-টেলিভিশন বা মাইকিং এর মাধ্যমে জানার সাথে সাথেই মানুষ ইতস্তত: বিক্ষিপ্ত ছোটাছুটি শুরু করে দেয়। কোথায় একটু উচুঁ জায়গা, কোথায় একটি ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র, সেখানে ছুটে গিয়ে প্রাণ বাচাঁবার চেষ্টা করে জনগন। বিশেষতঃ বাংলাদেশের বাত্যাপীড়িত লোকজন এ ব্যাপারে খুবই সচেতন।
এখানে ১৯৯১ ইংরেজী সনের ২৯ শে এপ্রিলেল প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস জনমের মতো শিক্ষা দিয়ে যায় এলাকার মানুষকে। এতে প্রায় দু লক্ষাধিক মানুষ সহ অসংখ্য পশু-পক্ষী ঘরবাড়ী ধ্বংস হয়ে যায়। সুতরাং এরপর থেকে নিম্নচাপের সংবাদ তথা বিপদ সংকেত শুনতেই মানুষ বিদ্যুৎ গতিতে ছুটে চলে আশ্রয়স্থলের দিকে । অতএব দেখা যায়, বিপদে ভয় পাওয়া স্বাভাবিক। এই জন্যে ভয় উদ্দীপক ব্যক্তি, বস্তু বা কোন বিষয় কিংবা সত্তার শক্তি-ক্ষমতা সম্পর্কে জ্ঞান ও তার উপর বিশ্বাস থাকা আবশ্যক।
এতে জ্ঞান যত বেশী হবে, বিশ্বাস হবে তত দৃঢ়। ক্বিয়ামত বা মহা প্রলয়ের মতো বিপদ একদিন আসবে, হাশরের দিন বিচারের পর বেহেস্তের সুসংবাদের বিপরীতে দোজখের অগ্নিকুন্ডে নিমজ্জিত হতে হবে, এ সব কথা কানে আসার পর বিন্দু মাত্র বিচলিত না হওয়ার কারণ সেই কিয়ামত হাশর এবং বেহেশত ও দোজখের উপর বিশ্বাসের অভাব। মুমিন বলে দাবীদার কোন মানুষ সেই মহাবিপদ সংকেত শোনে ভীত না হয়ে পারে না- যা পবিত্র কুরআনে সূরা আল ক্বারিয়াতে ঘোষিত হয়েছে,
নিচে মহা বিপদ সংকেত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বিসমিল্লাহ প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.87 MB |
প্রকাশ সালঃ | ২০০২ |
বইয়ের লেখকঃ | সৈয়দ নূর হেলালী pdf বই ডাউনলোড |
অনুবাদঃ |