মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে
মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে pdf বই ডাউনলোড। সব সময় সজ্জিত হবার সেীভাগ্য লাভ করে ।পৃথিবীর পুষ্প কানন সাধ জাগলেই এসব বিরল ফুল ফোটাতে পারে না । মহান আল্লাহর অদৃশ্য ইসরাতেই এ ধরনের বিরল ফুল মুসলিম মিল্লাতের প্রয়োজনেই পরিস্ফুটিত হয় ।
মহান আল্লাহ যে মহাসত্য তাঁর সম্মানিত -মর্যাদাবান নবী রাসূলের মাধ্যমে মানব জাতির জন্য অবর্তীণ করেছেন মহকালের স্রোতে যখন এ মহাসত্যের ওপরে আবর্জনা তুপিকৃত হয়ে ওঠে অথবা বাতিল শক্তি মহাসত্যের কন্ঠ বেষ্টন করতে এগিয়ে আসে ,তখন মহান আল্লাহর ইশারায় পৃতিবী নামক ফুলের বাগানে বিরল ফুল ফোঠে ।
আরও দেখুনঃ নামাযে কিভাবে মনোযোগী হবেন pdf বই ডাউনলোড
সে ফুলের মন – মাতানো সেীরভে মহাসত্যের ওপরে শতাব্দী সঞ্চিত আর্বজনা দূরিভূত হয় । মহাসত্যের দিকে এগিয়ে আসা বাতিল তার ঘৃনা কুৎসিত হাত গুটিয়ে নিতে বাধ্য হয় । আল্লাহ দেলাওয়ার হোসাইন সা্ঈদী সেই দুর্ল ফুল , যাঁর প্রচেষ্টায় দূরীভূত হচ্ছে মুসলিম সমাজের ওপরে চেপে থাকা পূন্জিভুত আবর্জনার স্তুপ ।
যাঁর বজ্র হুংকারে অভিশপ্ত বাতিল শক্তি তার ঘৃন্য কালো তাবা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে । তাঁর সান্নিধ্য আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দান দিয়েছেন । যে অনতিক্রমণীয় প্রতিবন্দকতা আমার পক্ষে কখনো অতিক্রম করা সম্ভব ছিলো না । , তাঁর সার্বিক সহযোগিতায় সে প্রতিবন্ধকতা অতিক্রম করার চেষ্টায় আমি আত্নানয়োগ করছি।
আরও দেখুনঃ নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড
অর্থাৎ আমি যে বিষয়ে পাঠশালায় ছাত্রও ছিলাম না প্রশ্নঃ ইসলাম নারী -পুরুষ সমান অধিকার দিয়েছেন । প্রশ্ন হলো , পুরুষের যেমন রাষ্ট্র ক্ষমতায় যাবার াদিকার রয়েছে , নারীরও কি অনুরুপ অথিকার আচে ? যদি না থাকে তাহলে কোন কারনে নেই জানালো বাধিত হবো ।
উত্তরঃ মহান আল্লাহ রাব্বূল আলামনি নারী -পুরুষকে সমান অধিকার দিয়েছেন । মযৃাদার দিক থেকে নারীর তুলনায় পুরুষের অগ্রাধিকার থাকলেও তাদের অধিকার সমান । পক্ষান্তরে ররাষ্ট পরিচালনায় ক্ষেত্রে নারী নেতৃত্বের ব্যাপারে কোরআন ও হাদসের কোনো সমর্থন নেই।
আরও দেখুনঃ রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা pdf বই ডাউনলোড
নিচে মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.61 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ