মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে২য়-খন্ড
মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে ২য়-খন্ড pdf বই ডাউনলোড। প্রশ্নঃ আমার স্বামী বৃদ্ধা মাতা ও দুটো কিশোর সন্তান রেখে ইন্তেকাল করেছেন । এমন অর্থ – সম্পদ তিনি রেখে যাননি যে, আমি তাদের ব্যয় নির্বাহ করবো । এ জন্য আমাকে চাকরি নিতে হয়েছে ।
আমার শাশুড়িও বৃদ্ধা ফলে তিনি সবদিকে নজর রাখতে পারেন না , আমিও দিনের অধিকাংশ সময় চাকরি ক্ষেত্রে অবস্থান করি । শনতে পাই , এই সুযোগে আমার সন্তানদ্বয় তাদের বন্ধুদের সাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এবং নানা স্থানে যায় ।
আরও দেখুনঃ হাদিস কি আল্লাহর ওহি pdf বই ডাউনলোড
আমি তাদেরকে সংশোধন করতে পারি ? উত্তরঃ আপনার প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি , তিনি যেন আপনার প্রতি রহম করেন । চাকরীর বাইরে আপনি যে টুকু অবসর সময় পান , সেই সময়টুকু সন্তানদেরকে সঙ্গ দিন । চাকরী ক্ষেত্র থেকে এসে আপনার ক্লান্ত মন – মানসিকতায় যদিও আপনার কষ্ট হবে ,হবুও নিজের ও সন্তাদের স্থার্থে এটা আপনাকে ই সলামী সাহিত্য পড়তে দিন ।
বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রশ্ন থেকে যায় মহিলাদের জন্য জানার তাই এই বই।
আর অসৎ সঙ্গের ভয়াবহ পরিণতি সম্পর্কে তাদেরকে সজাগ করুন । তাদরকে সজাগ করুন । তাদেরকে আল্লাহর দ্বীন অনুসরনের প্রশিক্ষন দিন এবং শিবিরের ছেলেদেরকে ডেকে তাদের হাতে সন্তানদেরকে তুলে দিন । ইনশাআল্লাহ তারা আপনার সন্তানদেরকে । অভিভাবকের ভূমিকা পালন করবে এবং তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে গড়ার চেষ্টা করবে ।
আরও দেখুনঃ বারো চান্দের ফযিলত pdf বই ডাউনলোড
এই পথ অবলল্বন করে দেখুন আপনি দুশ্চিন্তান মুক্ত হবেন এবং আপনার সন্তানও সৎপথে ফিরে আসবে । স্বামীর হক আদায় করতে পারি না প্রশ্নঃ আমি একজন চাকরীজীবি নারী, চাকরী ক্ষেত্রে যাওয়ার কারনে স্বামী ও সন্তানদের হক ঠিক মতো আদায় করতে পারি না ।
এ অবস্থান আমি কি গোনাহ্গার হবো অতবা আমার করনীয় কী ?উত্তর উপার্জনে স্বামী যদি অক্ষম হয় এবং স্ত্রী যদি উপার্জন করার মতো যোগ্যতা রাখে , তাহলে অবশ্যই স্ত্রী উপার্জন করে স্বামীকে সাহায্য করবে । তবে স্ত্রী লক্ষ্য রাখতে হবে যে, তিনি যথাযথভাবে পর্দায় হক আদায় করতে পারছেন কিনা ।
আরও দেখুনঃ মুসলিম ভূমির প্রতিরক্ষা pdf বই ডাউনলোড
নিচে মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে ২য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ গ্লোবাল পাবলিশিং নেটওর্য়াক বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 4.68 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী অনুবাদঃ আব্দুস সালাম মিতুলডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ