মাউন্ড আরারাতের আড়ালে pdf বই ডাউনলোড। আহমদ মুসা ও সাতজন কমান্ডো এক এক করে অ্যান্টেনার খোলা বেজ মুখ দিয়ে ভেতরে প্রবেশ করল। প্রথমেই পাথুরে সিড়িঁ সিড়িঁর সাত-আটটা ধাপ পেরুতেই একটা দরজার ল্যান্ডিং- এ গিয়ে তারা পৌঁছল। দেখেই বোঝা গেল, সিড়িঁটা লিফটের আরেকটা দরজা দরজাটা পাথরের।
দরজা খোলার চিন্তায় আহমদ মুসা দরজা ও দরজার চারপাশের চৌকাঠের মতো প্রান্তর ওপর চোখ বোলাতে লাগল। ডান ও বাম পাশের দুই চৌকাঠে ভার্টিক্যালি লম্বা দুটি করে বাটন দেখতে পেল আহমদ মুসা। দুপাশের দু বাটনেই হিব্রু ভাষায় ওপের ক্লোজ লেখা।
আরও দেখুনঃ দরসে তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
কিন্তু দুপাশের বাটনের লেখা এক রকমের নয়। বাঁ পাশের চৌকাঠের লেখা সোজা মানে ওপের শব্দ ডান দিক থেকে লেখা এবং ক্লোজ শব্দ বা দিক থেকে লেখা, কিন্তু ডান দিকের চৌকাঠে শব্দ দুটি বাঁ দিক থেকে লেখা। পেছনে দাড়াঁনো কমান্ডো নেতা মুরাদ আনোয়ারের দিকে ফিরে তাকিয়ে আহমদ মুসা বলল, মনে হচ্ছে মুরাদ আনোয়ার, একটা ধাধাঁ না ভাঙতে পারলে আমরা দরজা খুলতে পারবো না। মুরাদ এগিয়ে এল।
আমি আপনি আমরা সবাই ভাল কাজের উদ্যোগ নেই ।
দেখল দু চৌকাঠের চারটি বাটনের ও বাটনের লেখাগুলোকে। ভাবনার ছায়া নামল মুরাদ আনোয়ারের মুখে। ভাবছিল আহমদ মুসাও কয়েক মুহুর্ত নিঃশব্দে কাটল। কিছু ভেবে পেলে মুরাত আনোয়ার জিজ্ঞেস করল আহমদ মুসা। ধাধাঁয় ফেলার জন্যে ওপেন শব্দ সোজা আর উল্টো করে দুবার লিখেছে।
আরও দেখুনঃ কিতাবুল ফিতান pdf বই ডাউনলোড
আমার মনে হয় দুই ওপেন বাটনের একটা চাপলেই আমাদের চাওয়াটা পেয়ে যাব মানে দরজা খুলে যাবে। চাপ দাও, মুরাদ আনোয়ার বলল আহমদ মুসা মুরাত আনোয়ার দুই ওপেন বাটনই পরপর নানাভাবে চাপল, কিন্তু পাথরের দরজা যেমন ছিল, তেমনি থাকল। মুরাদ আনোয়ারের চোখে-মুখে হতাশা ফুঠে উঠল। বলল, তার মানে ধাঁধার অর্থ এটা নয়। নিশ্চয় আরও জটিল কিছু আছে।
বলেই হঠাৎ থেকে গেল মুরাদ আনোয়ার। তার চোখে-মুখে নতুন ভাবনার আলো। বলল, দুপাশের দুই ওপেন- এ চাপ দেয়ার পর গোপন আরও একটা কমান্ড নিশ্চয় আছে। সেটা খুজেঁ বের করতে হবে। আহমদ মুসা ভাবছিল। হঠাৎ তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। দুপাশের চৌকাঠের বাটন চারটির ওপর আরও একবার দ্রুত চোখ বুলিয়ে বলল, না মুরাদ আনোয়ার, তার মানে হয় দরকার হবে না।
আরও দেখুনঃ ইসলাহী খুতুবাত ৭ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে মাউন্ড আরারাতের আড়ালে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.41 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ