মাওলানা আব্দুর রঊফ ঝান্ডানগরী pdf বই ডাউনলোড। মাওলানা আব্দুর রঊফ ঝান্ডানগরী উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাগ্মী ও আলেমে দ্বীন ছিলেন। অনলবষী বাগ্মিতার কারণে তিনি খতীবুল ইসলাম ইসলামের বাগ্মী ও খতীবুল হিন্দ ভারতের বাগ্মী উপাধিতে ভূষিত হন। রাবিতাতুল আলাম আল-ইসলামীর তিনি ছিলেন একমাত্র নেপালী সদস্য। জমঈয়তে আহলেহাদীছ নেপালের আমীর এই প্রখ্যাত বাগ্মী নেপালে আহলেহাদীছ আন্দোলনের প্রচার- প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাওলানা আব্দুর রঊফ বিন নেমাতুল্লাহ বিন মোতী খান বিন বখতিয়ার খান নেপালের কপিলবস্তু যেলার ঞান্ডানগর হতে ২০ কিলোমিটার উত্তরে কাদারবাটুয়া গ্রামে এক জমিদার পরিবারে ১৩২৮ হিঃ/ ১৯১০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
আরও দেখুনঃ আশারা-মুবাশ্শারা pdf বই ডাউনলোড
মাওলানার পিতা হাজী নেমাতুল্লাহ মৃঃ ১৯৪৬ খ্রিঃ দেওবন্দী হানাফী আলেম ছিলেন। নেপালের বিখ্যাত আহলেহাদীছ মদরাসা জামেআ সিরাজুল উলূম আস-সালাফিইয়াহ তে অনুষ্ঠিত এক জালসায় শেরে পাঞ্জাব ফাতিহে কাদিয়ান মাওলানা ছানাউল্লাহ অমৃতসরীর ১২৮৭- ১৩৬৭ হিঃ ১৮৬৮-১৯৪৮ খ্রিঃ বক্তৃতা শুনে তিনি প্রভাবিত হন। পরে বিহারের বিখ্যাত ছাপড়া জালসা শোনার পরে তিনি আহলেহাদীছ হয়ে যান।
তিনি ছোট থেকেই দুর্বল মেধার অধিকারী ছিলেন।
বাল্যকালে মাওলানা আব্দুর রঊফ অত্যন্ত দুর্বল মেধার অধিকারী ছিলেন। পড়ার ভয়ে তিনি ঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকতেন। পিতা তাকে লেখাপড়া শিখানোর জন্য বস্তী যেলার খ্যাতনামা শিক্ষক মিয়াঁ মালেক আলীকে গৃহশিক্ষক নিয়োগ করেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের । ছাত্রমহলে তিনি কসাই নামে পরিচিত ছিলেন।
আরও দেখুনঃ জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
শিশু আবদর রঊফকে তিনি নির্দয়ভাবে পিটাতেন। লেখাপড়ার স্বার্থে পিতা তা নীরবে সহ্য করতেন। পরবর্তীতে মাওলানা আব্দুর রঊফ স্বীয় আত্মজীবনীতি স্বীকার করেছেন যে, শিশুকালে উস্তাদের মাবের ভয়ে যেভাবে দিনরাত খেটে পড়া তৈরি করতাম বড় হয়ে সেটাই আমার অভ্যাসে পরিণত হয় এবং বলা চলে যে, ছোটবেলায় উস্তাদের মারের ভীতিই ছিল আমার পরবর্তী জীবনের উন্নতির চাবিকাঠি।
গৃহশিক্ষকের নিকট পাঠগ্রহণ শেষে চার বছর বয়সে ১৩৩২ হিঃ/১৯১৪ খ্রিঃ তিনি পিতার প্রতিষ্ঠিত জামেআ সিরাজুল উলূমে ভর্তি হন। এখানে তিনি দুবছর লেখাপড়া করেন। এখানে তিনি মাওলানা খলীল আহমাদ বিসকূহারীর নিকটে মীযান-মনুশাআব পড়েন। অতঃপর তিনি নাদওয়াতুল ওলামা লাক্ষ্মৌতে চলে যান। তখন খ্যাতনামা আহলেহাদীছ আলেম মাওলানা হাফীযুল্লাহ নাদভী আযমী নাদওয়ার মুহতামিম ছিলেন।
আরও দেখুনঃ মাওলানা আব্দুল্লাহ গযনভী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আব্দুর রঊফ ঝান্ডানগরী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০১৬ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।