মাওলানা আব্দুল্লাহ গযনভী pdf বই ডাউনলোড। ভারতীয় উপমহাদেশে আহলেহাদীছ আন্দোলনের প্রচার ও প্রসারে আফগানিস্তানের গযনভী পরিবারের অবদান অনস্বীকার্য। এ পরিবারেরই কৃতী সন্তান মাওলানা আব্দুল্লাহ গযনভী। আহলেহাদীছ আন্দোলনের এই প্রাণপুরুষ ছিলেন দুনিয়ার মোহ, খ্যাতি ও সুখ-স্বাচ্ছন্দ্য থেকে সম্পূর্ণ বিমুখ এক পুন্যবান মানুষের প্রতিভু। তিনি ছিলেন সমকালীন খ্যাতিমান মুহাদ্দিছ, দাঈ ইলাল্লাহু ও সমাজ সংস্কারক।
মিয়াঁ নাযীর হুসাইন দেহলভীর (১৮০৫- ১৯০২) এই খ্যাতিমান ছাত্র ও তারঁ ১২ জন মুহাদ্দিছ পুত্রের দাওয়াত ও তাবলীগের বদৌলতেই মূলত আফগানিস্তানের মানুষ আহলেহাদীছ আন্দোলন সম্পর্কে সম্যক অবগত হয়। এই সংগ্রামী মনীষীর জীবন ও কর্ম অত্র নিবন্ধের প্রতিপাদ্য বিষয়।
আরও দেখুনঃ ডাঃ আব্দুল্লাহ জাহাঙ্গির pdf বই ডাউনলোড
মাওলানা আব্দুল্লাহ মযনভী ১২৩০হিঃ/১৮১৫ খ্রিষ্টাব্দে আফগানিস্তানের গযনী যেলার বাহাদুর খায়ল দুর্গে এক বিখ্যাত অলী পরিবারে জন্মগ্রহণ করেন। তারঁ মূল নাম ছিল মুহাম্মাদ আযম। যার অর্থ মহান মুহাম্মাদ। অর্থগত দিক থেকে এ নামটি মুহাম্মাদ ছাঃ-এর সাথেই একমাত্র মানানসই। এজন্য গযনভী তারঁ নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন।
সংক্ষিপ্ত জিবনী।
তারঁ পিতা ও দাদা উভয়ের নাম ছিল মুহাম্মাদ এবং প্রপিতামহের নাম ছিল মুহাম্মাদ শরীফ। এরা সবাই আল্লাহর অলী ছিলেন। বাল্যকালেই আব্দুল্লাহ গযনভী জ্ঞানার্জনে জ্ঞানার্জনে প্রবৃত্ত হন। তিনি তদানীন্তন বরেণ্য আলেমদের নিকটে শরীআতের বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করেন। তারঁ শিক্ষকদের মধ্যে বিশিষ্ট ফকীহ ও উছুলবিদ মুগতানামুল হুছুল গ্রন্থের রচয়িতা শায়খ হাবীবুল্লাহ কান্দাহারীর নাম সবিশেষ উল্লেখযোগ্য।
আরও দেখুনঃ আফগানিস্তানের ইতিহাস ঐতিহ্য pdf বই ডাউনলোড
তিনি তাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং কি যৌবনকালে একদা তিনি প্রপিতামহ মুহাম্মাদ শরীফের কবর যিয়ারত করতে গিয়ে অনুভব করেন যে, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে প্রত্যাবর্তন করা ইবাদত ও সাহায্য প্রার্থনায় শিরক। কোন হাজত পুরণের নিয়তে কবরে যাওয়া তাওহীদের সম্পূর্ন বিরোধী। যদি কেউ ধারণা করে যে।
আমি কোন কিছু চাওয়ার জন্য কোন পীর বা অলির কবরে যাই না বরং এজন্য যাই যে, ঐ কবরটি বরকতময় স্থান এবং ওখানে আমার দোআ দ্রুত কবুল হবে, তাহলে এটাও ভ্রান্ত ধারণা হিসাবে পরিগণিত হবে। কারণ ইবাদত এবং দোআ কবুলের জন্য রাসূলুল্লাহ ছাঃ সবচেয়ে উত্তম জায়গা হিসাবে মসজিদকে নির্ধারণ করে দিয়েছেন। অন্যদিকে প্রিয় শিক্ষক হাবীবুল্লাহ কান্দাহারীর অনুপ্রেরণায় ।
আরও দেখুনঃ আই অ্যাম মালালা pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আব্দুল্লাহ গযনভী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।