মাওলানা আব্দুল মতীন সালাফীর জিবনী pdf বই ডাউনলোড। ১-১-১৯৮০ ইং হতে ২-৭-১৯৮৯ পর্যন্ত দীর্ঘ ৯ বছর ৭ মাস ২ দিন বাংলাদেশে সঊদী মাবঊছ হিসাবে চাকুরীরত থাকাকালীন সময়ে যিনি এ দেশের আহলেহাদীছ জনগণের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছিলেন। স্বীয় বিদ্যাবত্তায়, বাগ্মিতায়, সদা হাস্যোজ্জ্বল ব্যবহারে ও উচ্ছল কর্মস্পৃহায় যিনি ছিলেন অন্য অনেকের ঊর্ধ্বে ও নিজস্ব বৈশিষ্ট্যে অনন্যা।
বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীস-এর সাবেক কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুল মতীন সালাফী গত ১৬ই জানুয়ারী শনিবার সকাল ১১টা-৪৭ মিনিটে ভারতের বিহার প্রদেশের কিষাণগঞ্জ শহরে নিজ বাড়ীতে হঠাৎ হার্টফেল করে মৃত্যুবরণ করেছেন।
আরও দেখুনঃ অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। পরের দিন সকাল ৯ টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত তারঁ প্রথম জানাযায় ইমামতি করেন তারঁ শ্বশুর মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দ- এর নেতা শায়খ আতাউর রহমান মাদানী এবং বেলা ১১টায় গ্রামের বাড়ীতে ভুলকিতে দ্বিতীয় জানায়ায় ইমামতি করেন তারঁ জ্যেষ্ঠ পুত্র মতীউর রহমান মাদানী।
তার মৃত্যু এবং সংক্ষিপ্ত কাহিনী।
জানাযার পর পিতা-মাতার কবরের পাশেই তাকেঁ সমাহিত করা হয়। মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ২ স্ত্রী ৪ ছেলে, ৭ মেয়ে ও দেশ-বিদেশ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন আমরা তারঁ রূহের মাগফিরাত কামনা করছি এবং তারঁ শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
আরও দেখুনঃ চার ইমামের জীবনী pdf বই ডাউনলোড
সার্টিফিকেট অনুযায়ী তিনি ১-১-১৯৫৪ইং তারিখে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলার করণদীঘি থানাধীন ভুলকী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মাওলানা আব্দুর রহমান। তিনি মাদরাসা মাযহারুল উলূম বাটনা, মালদহ থেকে ১৯৭২ সালে টাইটেল কামিল পাস করেন। অতঃপর ১৯৭৪ সালে জামেআ সালাফিইয়াহ বেনারস ইউপি থেকে ফযীলত ডিগ্রী লাভ করেন।
অতঃপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গমন করেন ও সেখান থেকে ১৯৭৯ সালে লেসান্স ডিগ্রী লাভ করেন। এরপর বাংলাদেশে সঊদী সরকারের পক্ষ থেকে মাবঊছ মুবাল্লিগ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ঐ বছরের শেষে ঢাকায় আসেন। অতঃপর ১-১-১৯৮০ইং থেকে তিনি ঢাকার মীর হাজীর বাগস্থ তামীরুল মিল্লাত কামিল মাদ্ররাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি ১৯১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আরবী ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রী লাভ করেন ও ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন।
আরও দেখুনঃ হযরত আব্দুল কাদের জিলানী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আব্দুল মতীন সালাফীর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ