মাযহাবকে জানতে হলে pdf বই ডাউনলোড। সাধারণ শিক্ষার ব্যাপারেও একই কথা। কোনো অক্ষর আপনার জানা ছিল না । শিক্ষকের শিক্ষা দেয়া নিয়ম অনুযায়ী লেখাপড়া করে আপনি আজ উন্নতির উচ্চ শিখরে আরোহন করছেন । নিশ্চয় শিক্ষকের অনুসরণ আপনাকে সেখানে পৌছে দিয়েছে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে, তাকলীদ মানে হলো অনুসরণ করা । না জানা বিষয়ে জানা ব্যক্তির অনুসরণ করা। আরো কতো উদাহরণ দেয়া যাবে! তবে মোটকথা হলো, আমরা জন্ম লাভের পর থেকে তাকলীদ করে চলছি। অজানা সকল বিষয়ে জানা ব্যক্তির পরামর্শ নেওয়া দূষণীয় মনে করি না, বরং যুক্তিযুক্ত মনে করি ।
আপত্তি শুধু ইসলামি বিধি- বিধান পালনে । এখানে অজ্ঞ ব্যক্তির জন্য জ্ঞানী ব্যক্তির অনুসরণ করা শিরক হয়ে যায়, কি বিস্ময়কর ব্যাপার! আরো লক্ষ করুন, আপনার ছেলে সবেমাত্র বালেগ হওয়ার কারণে তার উপর নামায ফরজ হয়েছে। আপনার ওই আদরের সন্তান কার অনুসরণে নামায পড়ে? সে আপনাকে অথবা তার মাকে নামায পড়তে দেখে নামায পড়ার নিয়ম পদ্ধতি শিখে নিয়েছে। অথবা শৈশবে মসজিদে গিয়ে কাউকে নামায আদায় করতে দেখে সে নামায আদায় করে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
এজন্য বলতে কোনো অসুবিধা নেই যে, আপনার সদ্য সাবালক সন্তান আপনার অথবা অন্য সাধারণ মুসল্লির তাকলীদ করছে । অনুরূপ আপনার পরিবারের পর্দানশীল নারীরা দীনি কোনো সমস্যায় পড়লে আপনার মাধ্যমে অথবা কারো মাধ্যমে কোনো আলেমের নিকট তার সমাধান চায় । সে আলেমের দেওয়া সমাধান অনুযায়ী আমল করে তারা আখেরাতের পাথেয় তৈরি করছেন । ফলে পর্দানশীন মা, বোন, প্রিয়তমা স্ত্রী, আপনার অথবা অন্য আলেমের তাকলীদ করছেন।
আর দীনি বিষয়ে এভাবে জিজ্ঞাসা করা নিন্দনীয় বা ঘৃণিত বিষয় নয় । আরেকটি উদাহরণ দিয়ে বিষয়ের সমাপ্তি টানবো। দীর্ঘ একমাস রমজানের রোজা রেখেছেন। সামনে ঈদুল ফিত্র। আপনি ও আপনার পরিবারে খুশির আবহ বিরাজ করছে। সবধরনের কেনাকাটা সম্পন্ন করে ঈদ উদ্যাপনের জন্য আপনি মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত। ২৯ তারিখ সন্ধ্যায় পশ্চিম আকাশে আপনি চাঁদ দেখতে না পেয়ে বাসায় এসে পড়েছেন । এমন সময় রেডিও-টিভি চালু করে ঘোষকের মুখে শুনতে পেলেন দূরবর্তী কোনো জেলায় চাঁদ দেখার সুসংবাদ।
আপনি ও আপনার পরিবারের সবার মাঝে খুশি ও আনন্দের হাওয়া বইতে শুরু করল। বন্ধু-বান্ধবকে ঈদের শুভেচ্ছা মাযহাবকে জানতে হলে জানাতে তৎপর হয়ে গেলেন। আপনার প্রিয়তমা স্ত্রী ঈদের স্পেশাল খাবার তৈরির জন্য প্রস্তুত হয়ে গেল। এতকিছু কেন হলো, একটু চিন্তা করেছেন কি? একটাই কারণ, রেডিও-টিভিতে সংবাদ ঘোষণাকারীর আপনি তাকলীদ করেছেন। এভাবে দুনিয়ার জীবন পরিচালনায় আমরা অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তির তাকলীদ করছি। তাহলে বিষয়টি স্পষ্ট যে, তাকলীদ আমাদের স্বভাবজাত বিষয় ।
নিচে মাযহাবকে জানতে হলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | মাযহাব জানার বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.02 MB |
প্রকাশ সাল | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা আতাউল করীম মাকসুদ |
বইয়ের অনুবাদকঃ |