মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই ডাউনলোড। ফিকহশাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বুঝতে হলে প্রথমেই ফিকহ ও শারী আহ শব্দ দুটির অর্থ জানা প্রয়োজন। ফিকহ শব্দের সরল অনুবাদ হলো ইসলামি আইন-কানুন (Islamic Law)। শারী আহ শব্দটির ও প্রায় একই অর্থ করা হয়।
তবে, আরবি ভাষাবিদ কিংবা বিশেষজ্ঞ আলিম কারও কাছেই শব্দ দুটি সামর্থক ফিকহ শব্দের আক্ষরিক অর্থ হলো কোনো বিষয়ে সঠিক ও গভীর উপলব্ধি। নবী করীম সাঃ একটি হাদীসে এই অর্থে শব্দটি প্রয়োগ করেছেন: অর্থাঃ আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি দীনের ফিকহ সঠিক উপলব্ধি দান করেন।
আরও দেখুনঃ মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম pdf বই ডাউনলোড
পারিভাষিকভাবে ফিকহ বলতে কুরআন ও সুন্নাহর বিভিন্ন প্রমাণ থেকে মাসআলা ইসতিমবাত তথা আইন-কানুন গৃহীত সিদ্ধান্ত বা আইন সমষ্টিকেও ফিকহ বলা হয়। অন্যদিকে শারী আহ শব্দের আক্ষরিক অর্থ হলো এমন একটি পানির আধার যেখানে প্রতিদিন বিভিন্ন প্রাণী পানি পান করার জন্য ভিড় করে। এর আরেকটি অর্থ হলো সরল-সঠিক পথ।
বিভিন্ন মাযহাব সম্পর্কিত আলোচনা ।
যেমনটি কুরআনে আছে, তার পর আমরা তোমাকে একটি শারী আহর ওপর প্রতিষ্ঠিত করেছি। অতএব, তুমি তা অনুসরণ করো। আর যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ কোরো না। (আল-জাসিয়াহ, ৪৫:১৮) ।ইসলামি পরিভাষায় এ শব্দটি দ্বারা ইসলামের সব বিধানকে বোঝায়, যা নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ হয়েছে ।
আরও দেখুনঃ ইয়াজুজ ও মাজুজ pdf বই ডাউনলোড
এবং আল-কুরআন ও নবি কারীম সাঃ-এর জীবনাদর্শ তথা সুন্নাহর মধ্যে লিপিবদ্ধ আছে। উল্লিখিত সংজ্ঞা দুটি থেকে নিন্মোক্ত তিনটি পার্থক্য বেরিয়ে আসে: (১) শারী আহ হলো কুরআন কিংবা হাদীসে উল্লিখিত সমগ্রিক বিধান। অন্যদিকে ফিকহ হলো নির্ধারিত বিষয়ে শারী আহ হতে উদ্ভাবিত আইনকানুন।
(২) ইসলামি শারী আহ সুনির্ধারিত ও অপরিবর্তনীয় । অন্যদিকে স্থান, কাল ও পাত্রভেদে ফিকহের অনেক বিধান পরিবর্তিত হয়। (৩) অধিকাংশ ক্ষেত্রে শারী আতে ব্যাপাক ও সার্বজনীন মৌলিক নীতিগুলো দেওয়া হয়েছে, কিন্তু ফিকহের আইনগুলো সুনির্দিষ্ট। অর্থাৎ শারী আহর কোনো বিধানকে সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে ঠিক কীভাবে প্রয়োজ করা হবে তার বিস্তৃত বিবরণ হলো ফিকহ।
আরও দেখুনঃ জ্ঞানের সন্ধানে সত্য দর্শন pdf বই ডাউনলোড
নিচে মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সিয়ান পাবলিকেশন বইয়ের ধরণঃ হাদীস বিষয়ক বইয়ের সাইজঃ 5.48 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ ড. আমীনাহ বিলাল ফিলিপস অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ