মাসাঈলিল জাহিলিয়াহ
মাসাঈলিল জাহিলিয়াহ pdf বই ডাউনলোড। সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক জাহিলিয়্যাত হচ্ছে, অন্তরে নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর নাযিলকৃত ওহীর প্রতি বিশ্বাস না রাখা।
এর সাথে যদি জাহিলরা যে নীতি অবলম্বন করতো, তা যুক্ত হয়, তাহলে ক্ষতিপূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, যারা বাতিলে বিশ্বাস করে ওআল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত [সুরা আল আনকাবূত ২৯:৫২]।
আরও দেখুনঃ বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার pdf বই ডাউনলোড
এটি মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ এর একটি গবেষণা কর্ম, যার নাম মাসাইলুল জাহিলিয়্যাহ, যে ব্যাপারে রসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহিলদের বিরোধিতা করেছেন। মাসাইলুল জাহিলিয়্যাহ গ্রন্থে ১২৮ (একশত আটাশ) টি বিষয় উল্লেখ আছে। লেখক কুরআন -সুন্নাত ও বিদ্বানদের কথা থেকে সেগুলো চয়ন করেছেন।
জাহিলী সমস্যা সম্পর্কে মুসলিমদের সর্তক করা, যাতে তারা সেগুলো থেকে বিরত থাকতে পারে। কেননা সেগুলো মারাত্মক ক্ষতিসাধন করে। যেসব বিষয় বা সমস্যার ব্যাপারে জাহিল কিতাবধারী ও উম্মি বা নিরক্ষরদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন, তা লেখক রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। কিতাবী দ্বারা আহলে কিতাব তথা ইয়াহুদী ও খ্রিষ্টান উদ্দেশ্য।
আরও দেখুনঃ বিজ্ঞানের বিষ্ময় এক্স-রে pdf বই ডাউনলোড
কেননা ইয়াহুদীদের নিকট ছিল তাওরাত, যা মুসা আলাইহিস সালাম-এর উপর নাযিল হয়। আর খ্রিষ্টানদের নিকট ছিল ইনজীল, যা ঈসা আলাইহিস সালাম -এর উপর নাযিল হয়। এ কারণে তারা আহলে কিতাব নামে অভিহিত। তারা বর্তমানে তাওরাতকে প্রাচীন অঙ্গিকার ওন্ডটেস্টামেন্ট অথবা প্রাচীন গ্রন্থ বলে থাকে। আর ইনজিলকে বলে নতুন অঙ্গিকারের পুস্তক নিউস্টোমেন্ট।
এসব তাদের পরিভাষা মাত্র। এ দুটি মর্যাদা সম্পন্ন মহাগ্রন্থ, আল্লাহ তাআলা দুজন সম্মানিত নাবীর উপর নাযিল করেন; তারা হলেন ঈসা ও মূসা আলাইহিমাস সালাম। বিশেষ করে তাওরাত একটি বড় আসমানী কিতাব আর ইনজিল হলো তাওরাতের পরিপূরক ও সত্যায়নকারী গ্রন্থ।
আরও দেখুনঃ সংঘাত নাকি সমন্বয় pdf বই ডাউনলোড
নিচে মাসাঈলিল জাহিলিয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল সুন্নাহ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 7.43 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ শাইখ ডঃ ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান অনুবাদঃ মোজাফফার বিন মুকসেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ