মিলাদে হবিবি pdf বই ডাউনলোড। অর্থাৎ সৰ্ব্ব প্রথমে অল্লাহতায়ালা আমার নুরকে পয়দা করিয়া ছিলেন। ইহা বায়হাকির তাদিছে লিখিত আছে। আবুমুছ। মাদানি শরফোল্-মোছতফা কেতাবে লিখিয়াছেন, আল্লাহতায়ালা ছইয়া সৃষ্টি করিবার লক্ষ বৎসর পূর্ব্বে নুরে- মোহাম্মদ (ছাঃ)কে পয়দা করিয়াছিলেন, উক্ত নুর বহুকাল অবধি আল্লাহত য়ালার ছেদাতে মশগুল থাকেন, তৎপরে আল্লাহ- তায়ালার আদেশ উক্ত নুর ‘ওহার’ রূপ ধারণ করে।
তৎপরে যখন আল্লা তায়ালা উক্ত ‘জওহারের’ দিকে কুদরতের নজরে দৃষ্টি করিয়া ছিলেন, তখন উক্ত ‘হার’ গলিয়া পানি হইয়া দশভাগে বিভক্ত হইয়া যায়। আল্লাহতায়ালার আদেশে এক এক ভাগ হইতে আরশ কুরছি, লহো, কলম, চন্দ্র, সূর্যা, ফেরেশতা এবং দিবস পয়দা হয়, দশন ভ গ হইতে হজরত নবিয়ে করিম (ছাঃ) এর রুহকে সৃষ্টি করা হইয়াছিল ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দাকা একল-আবারে লিখিত আছে, আল্লাহতায়ালা শ্বেত বর্ণের মতি দ্বারা ময়ুরের আকৃতিতে হজরত নবীয়ে ক’রম (ভা:)এর মুরকে সৃষ্টি করিয়াছিলেন। তৎপরে শাক্তারাতুল-ইয়াকিন’ নামক গাছের উপরে উক্ত নুরকে রাখিয়াছিলেন, তথায় মুরে মোহাম্মদ (ছাঃ) সত্তর হাজার বৎসরকাল অবধি আল্লাহতায়ালার পবিত্রতার
‘তছবিহ’ পড়িতে লিপ্ত থাকেন । তৎপরে আল্লাহতায়ালা একখণ্ড দর্পণ উক্ত নুরের সম্মুখে রাখেন, তাহাতে উক্ত মুর নিজকে সুন্দর আকৃতিধারী দেখিয়া আল্লাহতায়ালাকে পাঁচবার ছেজদা করেন, সেই কারণে আমাদের উপর রাত্র দিবা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, করা হইয়াছে। তৎপরে উক্ত নুর আরশের পায়াতে কত কাল টাঙ্গান থাকে।
তৎপরে আল্লাহতায়ালার আাদেশে ছয় দিবসের মধ্যে অ ছমান, জমিন, পাহাড়, পৰ্ব্বত, নদ, নদী তরু, লতা, জীব, জন্তু, পশু, পক্ষী, রাত্র, দিবা, জোয়ার, ভাটা, বাতাস, জ্বেন, এবং মানুষের রুহ ইত্যাদি পয়দা হয় । সৰ্ব্ব প্রথমে ছন্ইয়াতে মানবের মধ্যে আমাদের আদি পিতা হজরত আদম (আঃ) পয়দা হইয়াছিলেন । উপরোক্ত আয়তের তাফছিরে লিখিত আছে, আল্লাহতায়াল ফেরেশ্ তাগণকে বলিয়াছিলেন, আমি জমিনে আদমকে আমা প্রচার করা উদ্দেশ্যে মানব বংশীয় খলিফা… পাঠাইল।
তৎশ্রবণে তাহারা বলিয়া ছিলেন যে, জমিনে জ্বেন জাতিরা যেরূপ অশান্তি স্থাপন রক্তপাত করিয়াছিল, আদম জাতিও সেইরূপ করিবে, কাজেই এইরূপ লোককে সৃষ্টি করার কি দরকার আছে ? যদি তোমার গুণ-কীর্ত্তন ও পবিত্রতা ঘোষণা এবং প্রশংসা প্রচারের আবশ্যক হয়, তবে আমরাতই যথেষ্ট আছি। আল্লাহতায়ালা বলিয়াছিলেন, এই আদম-বংশধগণের মধ্যে অনেক পয়গম্বর, ছিদ্দিক, শহীদ, ওলি, দরবেশ, আলেম ও খোদাভীরু লোক হইবেন তাহা আমি জানি, তোমরা জান না। ইহা তাফছির এখনো- কুঁচিরে লিখিত আছে।
নিচে মিলাদে হবিবি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 13.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা শাহ সুফী হাজী |
বইয়ের অনুবাদকঃ |