মিশর ও ইখওয়ান pdf বই ডাউনলোড। বিশ্ব সভ্যতার ইতিহাসে মিশর যেমন পরিচিত; ইসলামী আন্দোলনের ইতিহাসে ইখওয়ানুল মুসলেমিন বা মুসলিম ব্রাদারহুড তেমনই পরিচিত। ফারাওদের আদিভুমি থেকে রোমকদের হটিয়ে মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী আধিপত্য। তারপর নীলনদের বুকে গড়িয়েছে অনেক স্রোত।
ইসলামী সভ্যতার এই লীলাভূমিতে এক সময় জেঁকে বসেছিল পাশ্চাত্য বেনিয়া গোষ্ঠী আর তাদের ভোগবাদী সংস্কৃতি। পশ্চিমাদের ধর্মনিরপেক্ষতাবাদ, জাতিগত ও ভৌলোলিক জাতীয়তাবাদ, বস্তুগত জাগতিকতা অন্যান্য আরব রাষ্ট্র সমূহের মতো মিশরকেও গ্রসা করেছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১২তম খন্ড pdf বই ডাউনলোড
- আট শহীদের বাবা pdf বই ডাউনলোড
- অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নব্য ফেরাউনের কারাগার pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
ধর্মবিশ্বাসের বিকৃতি ও কুসংস্কার সমাজকে আচ্ছন্ন করে ফেলেছিল। এই অবক্ষয় থেকে মুক্তি পেতে রাজনৈতিক ও বৌদ্ধিক পথে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক ও ধর্মীয় জীবনের চরম অবক্ষয়ের যুগে যখন মিশরের জনগণ দিশেহারা তখনই এক জিন্দাদিল ইমানদীপ্ত মর্দে মুজাহিদ শহীদ হাসান আল-বান্নার হাত ধরে মিশরের অভ্যন্তরী রাজনীতিতে আবির্ভাব ঘটে ইখওয়ানুল মুসলেমিনের (*মুসলিম ব্রাদারহুড)-।
যাত্রা হতে শুরু করে কখনোই সংগঠনটির পথ সমৃণ ছিল না। বিরুদ্ধবাদী রাষ্ট্রীয় প্রশাসন আর বৈরী পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ করে ইখওয়ান নামক সংগঠনটি যে এখনও তাদের অভস্থান ধরে রেখেছে তাকে মিরাকল আখ্যা দেওয়া মোটেই বাহুল্য হবে না।
এতো দীর্ঘ সময় এতো নির্যাতন সহ্য করে ময়দানে টিকে থাকা এবং ধ্বংসের দাড়ঁপ্রান্তে দাঁড়িয়েও আবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা- এ কেবল ইখওয়ানের পক্ষেই সম্ভব; এ দৃষ্টান্ত ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। এ সংগঠনে কর্মী ধরে রাখাই যেন এক বিরাট জিহাদ। আল্লাহ শুকরিয়া ইখওয়ান সকল অন্ধকার মাড়িয়ে তার পথে অটুট আছে এবং মিশরের সর্বাধিক জনসমর্থিত দল হিসেবে নিজেকে ধরে রাখতে সমর্থ হয়েছে।
দলটির রাজনৈতিক জীবনে সফলতাও এসেছিল। দলটির মনোনীত প্রার্থী হাফেজ ড. মুহাম্মাদ মুরসি মিশরের হাজার বছরের ইতিহাসে জনগণ কর্তৃক প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। যদি আরও পড়তে চান ইসলামের এই কাল ইতিহাসটি তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মিশর ও ইখওয়ান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বিন্দুপ্রকাশ |
বইয়ের ধরণঃ | মুসলিম ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজ | 40.0 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | ড. সায়ীদ ওয়াকিল |
বইয়ের অনুবাদকঃ |