মীর সালমানের স্ট্যাটাস সমগ্র
মীর সালমানের স্ট্যাটাস সমগ্র pdf বই ডাউনলোড।মীর সালমানের লেখা গুলো একত্র করার একটি বিশেষ হচ্ছে তার কিছু ভালো লেখা আছে, যা আমাদের জন্য খুব জরুরী, চিন্তাশীলদের চিন্তার খোঁড়াক যোগাবে। আর ভালোর সাথে আবর্জনা যুক্ত লেখাও প্রচুর, ফলে এমন লেখার সংখ্যাও অনেক যে লেখার মধ্যে একই সাথে ভালো জিনিস এবং আবর্জনা মিক্সড, ফলে ভালোটা নিতে হলে আবর্জনা ও চলে আসছে।
এখানেও একই অবস্থা হয়েছে। প্রচুর আবর্জনা চলে এসেছে। কিন্তু কিছু আবর্জনার কারণে অনেকগুলো ভালো বিষয় হারিয়ে যাক তা আমি চাই নি। আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থন করি।
আরও দেখুনঃ বাহলুল মাজনুনের লেখা সমূহ pdf বই ডাউনলোড
সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা এনিয়ে বিরাট বিতর্ক মাঝে মাঝে বিরতি দিয়ে আমাদের আলোরিত করে। আমরা মনে করি, এবিতর্কের পূর্বে প্রথমে নিররাধরন করতে হবে সত্যের মাপকাঠি বলতে আমরা কি বুঝি? সত্যের মাপকাঠি বলতে যদি বোঝায় সত্য মাপার দাড়ি পাল্লা অর্থাৎ তাদেরঁ দিয়ে মাপা হবে কোন আমল, চিন্তা,দর্শন প্রভৃতি সত্য না মিথ্যে মানে ইসলাকিম না অনৈসলামিক তাবে খুব গভীর আলোচনায় না।
তবে তাদেরঁ ব্যাক্তিগত রায়ের বা আমলের ব্যাপারে কি হবে..?
গিয়েও বলা যায়, সুন্নি আকিদার জায়গা থেকে বলা যায়, সাহাবাদের ইজমা অবশ্যই সত্যের মাপকাঠি । তবে তাদেরঁ ব্যাক্তিগত রায়ের বা আমলের ব্যাপারে কি হবে? আমার মতে, তাদেঁর ফতোয়া, তাফসির, আসার অবশ্যই গুরুত্বপূর্ন। যদি তার বিপরীতে আয়াত বা হাদিস বা জমহুর সাহাবার ভিন্নমত না থাকে তবে ।
আরও দেখুনঃ সামি ইবনে আব্দুল্লাহর কিছু লেখা pdf বই ডাউনলোড
তার গুরুত্ব বহুগুনে বেড়ে যায়। এমনকি তা ইজমার কাছাকাছি সম্মান পেতে পারে।কিন্তু এর মানে যদি হয় তাদের প্রত্যেক আমল হকের উপর ছিল। তারাঁ কোন ভূল করেননি। তা মানা যায়না। এমনকি আরো পরিস্কারভাবে বলা যায় সাহাবারা পাপ ও করেছেন। তাদের পাপ থেকে হয়তা তারাঁ তওবা করেছেন।
হয়ত তাদেরঁ অন্য ভাল কাজের কারনে তাদেরঁ ক্ষমা করা হবে অথবা আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরঁ ক্ষমা করবেন। কিন্তু তা দ্বারা তাদেরঁ প্রত্যেক কাজের বৈধতা প্রমান হয়না। নবি আর নাবালক ছাড়া কেউ মাসুম এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা নয়।
আরও দেখুনঃ সাব্বির আহমেদের কিছু লেখা pdf বই ডাউনলোড
নিচে মীর সালমানের স্ট্যাটাস সমগ্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 101.MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ