মুক্তচিন্তা ও ইসলাম pdf বই ডাউনলোড। বর্তমান দুনিয়ায় তুমুল আলোচিত টার্ম মুক্তচিন্তা। বোধের বিশালতা, বিশ্বাসের স্বাধীনতা, চিন্তার উৎকর্ষতা, সাহিত্যের দ্বিধাহীনতা, বিজ্ঞানের অগ্রযাত্রা, প্রজ্ঞার বিকাশ এসবই মুক্তচিন্তা দুনিয়ার সদস্য। বাধাহীন চিন্তা এবং তার স্বতঃস্ফুর্ত প্রকাশই মুক্তচিন্তা।
তবে মুক্তচিন্তা শব্দ উচ্চারিত হলেই তার চলার গতিধারা, বৈশিষ্ট্য ও বাস্তবতা পরখের চেয়েও বেশি আলোচনায় আসে একটা দ্বীন, আল ইসলাম। হামেশাই তুলে ধরা হয় মুক্তচিন্তার পথের মুল প্রতিবন্ধক ইসলাম। মুক্তচিন্তা এখন আর তাই একটি শব্দ দিয়ে বোঝানো হয় না; লাগে দুটো শব্দ ইসলাম ও মুক্তচিন্তা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মুসলমানদের ইতিহাস চর্চা pdf বই ডাউনলোড
- প্রশ্নোত্তরে ইসলামি জ্ঞান pdf বই ডাউনলোড
- শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
মুক্তচিন্তা বলতে জ্ঞান ও যুক্তির অনুপস্থিতিতে দাবিকৃত কোনো মতকেই সত্য হিসেবে গ্রহণ বা বর্জন না করা বোঝানো হচ্ছে। ঠিক এই সুত্র ধরেই ইসলামকে মুক্তচিন্তার প্রতিবন্ধক হিসেবে উপস্থাপন করা হয়। জ্ঞান ও যুক্তিই মুক্তিচিন্তার মৌল গাঠনিক কাঠামো।
মুক্তচিন্তার দাবিদারদের অবস্থান হলো বিশ্বাস কেবল তখনই মেনে নেওয়া যাবে, যখন তা জ্ঞান ও যুক্তির মানদন্ডে উত্তীর্ণ হবে। এখন প্রশ্ন হলো- কোন জ্ঞান ও যুক্তি যে মনোত্তীর্ণ, তা কীভাবে নির্ধারিত হবে? কোন জ্ঞানকে মানদন্ড হিসেবে নেব আমরা? একটা যুক্তি তো আরেকটা যুক্তির কাছে পরাস্ত হয়! জ্ঞান ও যুক্তির স্বতঃসিদ্ধ অবস্থান কি তৈরি করে নেওয়া সম্ভব হয়েছে।
সংকট এখানেই। তর্ক ও বিভেদ এখানেই। মুক্তিচিন্তার দাবিদাররাও একটা কাল্পনিক প্যারামিটার ধরেই এগোতে চায় যাকে তারা মানদন্ড হিসেবে তুলে ধরে। ইসলামও একটা প্যারামিটার নির্ধারণ করে দিয়েছে। ইসলাম বরং প্রচলিত ধ্যানধারণা ও জ্ঞান-যুক্তিকে উলটো চ্যালেঞ্জ করেছে, যা মুক্তচিন্তার অন্যতম চরিত্র।
সাইয়্যেদুল মুরসালিন মহানবি সাঃ তদানীন্তন পৃথিবীতে কর্তৃত্বরত সকল চিন্তা-জীবনধারা আশৈশব বর্জন করে সত্যকে খুঁজে ফিরেছেন স্বকীয় চিন্তা-কাঠামোর মধ্য দিয়ে। আরব জাহানে হাজার বছর ধরে অব্যাহতভাবে জারি থাকা পৌত্তলিকতার বিপক্ষে চলেছেন শিশুকাল থেকেই। আর উপদ্বীপে চলমান কোনো মতাদর্শেই নিজেকে সঁপে না দিয়ে একটা নতুন ধারার সমাধান খুঁজেছেন তিনি। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মুক্তচিন্তা ও ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.12 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | মুজাজ্জাজ নাঈম |
অনুবাদকঃ |