মুখতাসার যাদুল মাআদ
মুখতাসার যাদুল মাআদ pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা । আর তিনিই মাখলুক হতে যা ইচ্ছা নির্বাচন করেন। আল্লাহ তাআলা বলেন! হে রাসুল! তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং ইখতিয়ার বাছাই করেন। এ ব্যাপারে তাদের কোন ইখতিয়ার নেই।
আল্লাহ পবিত্র এবং তারা যাকে তার শরীক বাস্যস্ত করে, তিনি তা থেকে উর্ধ্বে। এই আয়াতে ইখতিয়ার দ্বারা নির্বাচন, বাছাই ও চয়ন করা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন- অর্থা আল্লাহ তাআলার ইখতিয়ার বা নির্বাচনে বান্দার কোন অধিকার নেই।
আরও দেখুনঃ মুসলিম সমাজে প্রচলিত ১০১টি ভূল pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা যেমন একাই সকল মাখলুক সৃষ্টি করেছেন, তেমনি তিনি একাই সৃষ্টি থেকে যা ইচ্ছা বাছাই ও পছন্দ করেছেন। সুতরাং নির্বাচন, বাছাই ও চয়ন করার ক্ষেত্রসমূহ সম্পর্কে তিনিই অধিক অবগত আছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহ এ বিষয়ে সুপরিজ্ঞাত যে, কোথায় স্বীয় রিসালাত প্রেরণ করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন- তারা বলে।
সালাতের মধ্যেও দোআ করা যায়।
কুরআন কোন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির ওপর অবতীর্ণ হল না?তারা কি তোমার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে যাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপররের সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে, তোমার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম।
আরও দেখুনঃ রাসূল সাঃ এর প্র্যাকটিক্যাল নামায pdf বই ডাউনলোড
এখানে আল্লাহ তাআলা মুশরিকদের ইখতিয়ারের প্রস্তবকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সংবাদ দিয়েছেন যে আল্লাহর পছন্দ ও বাচাইয়ে তাদের কোন দখল নেই। এ বিষয়টি শুধু সেই সত্তার অধিকারে, যিনি তাদের রিযিক বন্টন করেছেন এবং বয়স নির্ধারণ করেছেন। আর তিনিই সম্মানিত বান্দাদের মাঝে স্বীয় অনুগ্রহ ও রহমত ভাগ করেন।
তিনি ভাল করেই জানেন কে নবুওয়াত রিসালাত এবং অনু্গ্রহ পাওয়ার হকদার আর কে এগুলো পাওয়ার হকদান নয়। তিনি স্বীয় বান্দাদের কাউকে অন্য কারও উপর মর্যদা দিয়েছেন। মুশরিকরা যে শিরক ও যে প্রস্তাব ইখতিয়ার করেছিল, আল্লাহ তাআলা তার অনেক উর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন- আল্লাহর ইখতিয়ারে বাছাইয়ে তাদের কোন দখন নেই আল্লাহ পবিত্র এবং তারা যাকে তারঁ সাথে শরীক সাব্যস্ত করে, তিনি তার উর্ধ্বে।
আরও দেখুনঃ রোযাদারের মনোযোগ আকর্ষন pdf বই ডাউনলোড
নিচে মুখতাসার যাদুল মাআদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 4.94 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রহ অনুবাদঃ আব্দুল্লাহ শাহেদ আল মাদানীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ