মুনাজাতে মাকবুল বাংলা অনুবাদ
মুনাজাতে মাকবুল বাংলা অনুবাদ pdf বই ডাউনলোড। আয় আল্লাহ ! মাফ কর আমাকে এবং আমাকে এবং আমার রহমাত দান কর, আমাকে স্বাস্থ্য দান কর, আমাকে হালাল রুজি দান কর। আয় আল্লাহ! আমি তোমার আশ্রয় গ্রহন করিতেছি; আমাকে বাচাঁও আমি যেন অকর্মা না হই, আমি যেন অলস না হই, আমি যেন ভীরু কা-পুরুষ না হই, আমি যেন সম্পূর্ণ অচল বৃদ্ধ না হই, আমি যেন ঋণের বোঝার চাপে না পড়ি, আমি যেন গুনাহের কাজের কাছেও না যাই এবং।
দোযখের আযাব হইতে বাচাাঁও , কবরের পরীক্ষা সঙ্কট হইতে বাচাঁও, কবরের আযাব হইতে বাচাঁও আর আমি যে মালদারীর পরীক্ষায় অনুত্তীর্ন না হই এবং দরিদ্রতার পরীক্ষায় অকৃতকার্য না হই আর ধোকায় যেন না পড়ি দাজ্জালের ফেতনার । আর জিবীত অবস্থায় ফেতনা হইতে এবং মৃত্যু সময়কার ফেৎনা হইতে আমাকে বাচাঁও।
আরও দেখুনঃ আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
এবং আমি আমার দিল যেন শক্ত না হয়। আর আমাকে গাফলত হইতে বাচাঁও, দরিদ্রতা ও অভাব অনটন হইতে বাচাঁও,মানহীনতা, ইতরতা এবং কুফুরী-ফাছেকী হইতে বাচাঁও জেদাজেদী, দলাদলী ও রিয়াকারী হইতে বাচাঁও, বধিরতা এবং বাকশক্তি রহিত হওয়া, উন্মত্ততা, কুষ্ঠরোগ এবং অন্যান্য সব খারাপ রোগ হইতে বাচাঁও । ঋণের ভার এবঙ চিন্তা-ভাবনা হইতে এবং কৃপনতা হইতে বাচাঁও এবং লোকের চাপ ও জুলুম হইতে বাচাঁও ।
আল্লাহর কাছে দোয়া করার অনেক গুলো নিয়ম।
যেই বয়সে অকর্মা হইয়া পড়ি সেই বয়স হইতে বাচাঁও । দুনিয়ার ফেৎনা -ফাসাদ হইতে বাচাঁও এবং যেই এলমের মধ্যে কোন উপকার নাই সেই এলম হইতে বাচাঁও , যে দিল নরম না হয় সেই দিল হইতে বাচাঁও , যেই নফছ নেক আমল হইতে তৃপ্ত না হয় সেই নফছ হইতে বাচাঁও।
আরও দেখুনঃ দুনিয়া কি এবং কেন pdf বই ডাউনলোড
যে দুআ কবুল না হয় সেই দুআ হইতে বাচাঁও।আয় আল্লাহ! আমাকে সাহায্য কর, আমার বিপক্ষকে সাহায্য করিও না। আমাকে জয়ী কর আমার বিপক্ষকে জয়ী করিও না। আমার ব্যবস্থা গ্রহন করিও, আমার বিপক্ষের জন্য ব্যবস্থা গ্রহন করিও না। আমাকে হেদায়েদ দান কর।
এবং হেদায়েতের পথ আমার জন্য সহজ করিয়া দাও। যে আমার উপর অত্যাচার করিতে আসে তাহার মোকাবেলায় তুমি সহায়তা কর। আয় আল্লাহ! আমাকে এমন বানাইয়া দাও যেন আমি তোমার যিকির খুব বেশি করিতে পারি।
আরও দেখুনঃ সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
নিচে মুনাজাতে মাকবুল বাংলা অনুবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বাংলা দোয়া বইয়ের সাইজঃ 2.03 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ