মুন্তাখাব হাদীস pdf বই ডাউনলোড। ইহা একটি বাস্তব কথা যাহা কোনরূপ ভনিতা ছাড়া অকপটে বলা যায় যে, বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে ব্যাপক ও বিস্তৃত, সবচেয়ে শক্তিশালী, সবচেয় উপকারী দাওয়াত হলো তাবলীগী জামাতের দাওয়াত।
যাহার মারকাজ দিল্লীর নিজামুদ্দীন মসজিদ। যাহার মেহনতের পরিধি ও প্রভাব শুধু পাক-ভারত উপমহাদেশ পর্যন্ত নয়। এবং শুধু এশিয়াও নয় বিভিন্ন মহাদেশ ও মুসলিম ও অমুসলিম দেশসমূহে বিস্তৃত।
বিভিন্ন দাওয়াত, আন্দোলন এবং বিপ্লবী ও সংস্কারমূলক প্রচেষ্টার ইতিহাস বলে। কোন দাওয়া ও আন্দোলনের উপর যখন কিছুকাল অতিবাহিত হয়। অথবা উহার মেহনতের পরিধি যখন ব্যাপক হইতে ব্যাপকতর হইয়া যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুন্তাখাব হাদীস pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সুন্নাত বিদআতের পরিচয় pdf বই ডাউনলোড
- ক্রোধ হিংসা অনিষ্ট ও প্রতিকার pdf বই ডাউনলোড
- রিয়া-২ pdf বই ডাউনলোড
এবং বিশেষভাবে যখন উহার কার্যকারিতা, প্রভাব ও নেতৃত্বের উপকারিতা দৃষ্টিগোচর হয়। তখন ঐ দাওয়াত ও আন্দোলনের মধ্যে এমন সমস্ত ত্রুটিবিচ্যুতি, অসৎ উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য হইতে অমনোযোগীতা ঢুকিয়া পড়ে যাহা ঐ দাওয়াত বা আন্দোলনের উপকারিতা ও প্রভাবকে খর্ব অথবা একেবারেই শেষ করিয়া দেয়।
কিন্তু এই তাবলীগী দাওয়াত এখনও পর্যন্ত (লেখকের দেখা ও জানামতে) বড় ধরণের ঐ সমস্ত পরীক্ষা হইতে নিরাপদ রহিয়াছে। ইহাতে আত্মত্যাগ ও কোরবানীর প্রেরণা রয়েছে। আল্লাহ তায়ালার সন্তুষ্টির অন্বেষণ ও সওয়াব হাসিলের আগ্রহও রয়েছে। রয়েছে ইসলাম ও মুসলমানদের সম্মান ও স্বীকৃতি বিনয় ও নম্রতা, ফরয ইবাদত সমূহ আদায়ে যত্নবান হওয়া।
এবং ইহাতে উন্নতি লাভের চরম আগ্রহ, আল্লাহ তায়ালার যিকিরে মগ্নতার বৈশিষ্ট্যও রয়েছে। এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে দীর্ঘ হইতে দীর্ঘ সময়ের জন্য সফর করা। কষ্ট সহ্য করা। এই সবই হইহার অন্তর্ভুক্ত ও ইহাতে প্রচলিত রয়েছে।
নিচে মুন্তাখাব হাদীস বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | দারুল কিতাব |
বইয়ের ধরণঃ | মুন্তাখাব বা বাছাইকৃত হাদিস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 23.8 MB |
প্রকাশ সাল | ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ ইউসুফ সাহেব কান্ধলভী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের সাহেব |