মুসলমানের হাসি pdf বই ডাউনলোড। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহঃ এর মাওয়ায়েজ ও মলফুযাত থেকে সংগৃহীত হাসির উদ্রেক সৃষ্টিকারী ঘটনা নিয়ে ‘ মুসলমানের হাসি ’ বইটি প্রকাশিত হলো। যে সকল যুবক ভাইয়ের বাজারের অনর্থক হাসির গল্পের বই পড়ে সময় নষ্ট করছেন তাদের জন্য এই বই খুব উপযোগী হবে। কারণ এই সকল ঘটনা বা গল্পের মাধ্যমে যেমন হাসির খোরাক রয়েছে তেমনি গভীর শিক্ষার বিষয় রয়ে গেছে।
হযরত থানবী রহঃ কোরআন ও হাদীসের এক একটি জটিল বিষয়কে সহজ করার জন্যে এমন সকল ঘটনার অবতারণা করেছেন যা মনে হয়েছে ঐ ঘটনা ছাড়া বিষয়টি এত সহজ করা সম্ভব ছিল না। সাধারণ পাঠক যেমন এই কিতাব দ্বারা উপকৃত হবেন তেমনি আলেম-উলাম ও ওয়ায়েজীন কেরামও সমান ভাবে ফায়েদা হছেল করতে পারবেন এবং ইলমে দ্বীন প্রসারের কাজে সহযোগীতা লাভ করতে পারবেন, ইংশাআল্লাহ।
হযরত থানভী রহঃ বলেন, নবীগণের কাজই ছিল ওয়াজ করা। ওয়াজের জন্যেই তাঁরা প্রেরীত হয়েছেন। তাঁদের পরে তাঁদের ওয়ারিশ হিসাবে আলেমগণ ওয়াজ করবে। কিন্তু আজকাল আলেমগণ এই কাজ থেকে দুরে সরে আছে। যার ফলে মুসলমানের হাসি চলে গেছে। এই সুযোগে জাহেলরা তাদের স্থান দখল করে নিয়ে ওয়াজ করে বেড়াচ্ছে এবং সরল মানুষদেরকে গোমরাহ করে বেড়াচ্ছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নবীজীর হাসি pdf বই ডাউনলোড
- ওয়াজ ও খুতবা pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা সকল খন্ড pdf বই ডাউনলোড
- নবীজীর নামাজ pdf বই ডাউনলোড
- কম হাসো বেশী কাঁদো pdf বই ডাউনলোড
তাই আলেমগণ ওয়াজ করার দায়িত্ব নিবে। ওয়াজের মধ্যে ওহীর প্রচার থাকবে। যেরূপ থানভী রহঃ সহ আমাদের সলফগণ ওয়াজ করতেন। তাঁরা কোরআন পাকের একটি মাত্র আয়ত তেলাওয়াত করে সেই আয়াতের আলোকে তাফসীর স্বরূপ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন। আর শুধু মাত্র সেই আয়াতের তাফসীর স্বরূপ অন্য আয়াত অথবা কোন হাদীস উল্লেখ করতেন। অথবা সমাজে প্রচলিত কোন ঘটনার উল্লেখ করতেন ফলে সেই আয়তটির ব্যাখ্যা স্পষ্ট বুঝে এসে যেত।
হযরত থানভী রহঃ এর খলীফা খাজা আযীযূর হাসান মজযূব বলেনঃ “ হযরত ওয়ালা কোন বিষয়কে সহজে বোঝানোর জন্যে এমন সব ঘটনার উল্লেখ করতেন যে মনে হতো যেন বিষয়টিকে বোঝানোর জন্যেই ঘটনাটির সৃষ্টি হয়েছে। “
নিচে মুসলমানের হাসি বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামী গল্প বইয়ের সাইজঃ ৯.২৯ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী রহঃ অনুবাদঃ আতাউর রহমান খসরুডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ