মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড। জেনে রাখুন যে, মুর্খ লোক তো দুরের কথা, ইসলামের অনুসারী অনেক আলেমও এ ধারণা পোষণ করে থাকেন যে, হানাফী, মালেকী শাফেঈ ও হাম্বলী এ মাযহাব চতুষ্টয়ের যে কোন একটি মাযহাব মুসলিম ব্যক্তিকে অবশ্যই গ্রহণ করতে হবে।
কিন্তু এরূপ ধারণা করা নিতান্ত ভূল। বরং তা এর প্রবক্তার মুর্খতা এবং ইসলাম সম্পর্কে তার অজ্ঞতারই পরিচয় বহন করে। বুখারী ও মুসলিমের এক প্রসিদ্ধ ছহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, জিবরীল আঃ রাসুল সাঃ- কে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন।
আরও দেখুনঃ আল হিসনুল ওয়াকি pdf বই ডাউনলোড
উত্তরে রাসূল সাঃ বলেন যে, এ সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ সাঃ আল্লাহর রাসুল। সালাত নামায, প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রামাযানের সিয়াম পালন করা এবং বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌছায় সামর্থ্য থাকলে তার হাজ্জ করা- (এ পাচটি বিষয়ের নাম হচ্ছে ইসলাম। তিনি আবারো জিজ্ঞেস করেন যে, ঈমান কাকে বলে? উত্তরে রাসুল সাঃ বলেন ।
সহীহ আক্বিদা ভ্রান্ত।
আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, আসমানী কিতাবসমূহের প্রতি, রাসুলগনের প্রতি, আখিরাতের প্রতি এবং তাক্বদীরের ভাল-মন্দের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমান। প্রশ্নকারী আবারো জিজ্ঞেস করেন ইহসান কাকে বলে? উত্তরে রাসুলুল্লাহ সাঃ বলেন, আল্লাহর ইবাদত এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখচ।
আরও দেখুনঃ আত্মশুদ্ধি pdf বই ডাউনলোড
কিন্তু যদি তাকেঁ দেখার ধারণা অন্তরে সৃষ্টি করতে না পার তাহলে মনে করবে যে তিনি তোমাকে দেখেছেন-এভাবে ইবাদত করাকেই ইহসান বলে। বুখারী ও মুসলিম আব্দুল্লাহ বিন ওমর রাঃ হতে বর্ণিত হাদীছে আছে, নবী করীম সাঃ বললেন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাচঁটি বিষয়ের উপর আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, মুহম্মদ সাঃ আল্লাহর-রাসুল এ কথার সাক্ষ্য প্রদান করা।
সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রামাযানের সিয়াম পালন করা এবং বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ থাকলে তার হাজ্জ কা। ইমাম মুসলিম রহি. আবূ হুরায়রা রাঃ হতে বর্ণনা করেন যে, রাসূলের সাঃ নিক্ট এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন আমলেল কথা বলে দিন, যা করলে জান্নাত প্রবেশ করব।
আরও দেখুনঃ আল্লাহর পথে দাওয়াত pdf বই ডাউনলোড
নিচে মুসলিম কি চার মাযহাবের pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.38 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সুলতান আল মাসুমী আল-খুজান্দী অনুবাদঃ মুহাম্মাদ মুযযাম্মিল হক বিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ