মুসলিম সমাজে প্রচলিত ১০১টি ভূল pdf বই ডাউনলোড। দক্ষিণ এশিয়ার মুসলিমদের মধ্যে সরাসরি কুরআন সুন্নাহ অনুসরণের চাইতে পীর বুযুর্গ, অলি দরবেশ এবং মযহাবি আলেম উলামাগণকে অনুসরণের প্রবণতা বেশি। এ প্রবণতা এ অঞ্চলে ইসলামের আগমতের সময় থেকেই লক্ষ্য করা যায়। এর অনেকগুলো কারণ রয়েছে।
কয়েকটি বড় বড় কারণ হলো: ১ এ অঞ্চলে ইসলাম প্রচারিত হয় ব্যবসায়ী,মুজাহিদ এবং ব্যাক্তিগত দায়ীদের মাধ্যমে। তারাঁই ছিলেন এদেশের লোকদের কাছে ইসলামের মডেল এবং ইসলামী জ্ঞানের সোর্স। ফলে কুরআন সুন্নাহর প্রত্যক্ষ জ্ঞানের অভাবে সর্বক্ষেত্রে লোকদের পক্ষে ইসলামের যথার্য ও পূর্ণাঙ্গ perfect জ্ঞান লাভ করা সম্ভব হয়নি।
আরও দেখুনঃ মৃত্যুর পরে অনন্ত জীবন pdf বই ডাউনলোড
এসব প্রচারখ ব্যক্তিগণ যিনি যে এলাকার সেটেল হয়েছিলেন, সে এলাকায় তিনি ইসলামের কেন্দ্রে পরিণত হয়েছিলেন। তারঁ মাধ্যমে মুর্তি ও ব্যক্তি পূজারী ব্যক্তিগণ ইসলামের দীক্ষিত হবার কারণে তারঁ মৃত্যুর পর নব দীক্ষিত স্বল্প জ্ঞানী মুসলমানরা তাকেঁ মহামানব ভাবতে থাকে এবং তাকে পুজনীয় ভাবতে থাকে।
৩. ইসলামের প্রকৃত জ্ঞানের অভাবে এসব মনীষীদের কবরকে কেন্দ্র করে একদল স্বার্থাম্বেষী লোকেরা আবির্ভাব ঘটে। তারা তাদের কবরের খাদেম বনে যায়,কবরকে মাযার বানিয়ে নেয়, কবর সাজ সজ্জা করতে থাকে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কবরের দিকে মানুষকে আকৃষ্ট ও আহবান করতে থাকে। এ ভাবেই চালু হয় কবর কেন্দ্রিক শিরক ও বিদআতের সিলসিলা।
আরও দেখুনঃ যুল কারনাইন pdf বই ডাউনলোড
৪. কুরান এবং সুন্নাহ হিদায়াতের মূল উৎস হিসেবে চালু না হওয়ায় বিকল্প হিসেবে যত্রতত্র,পাত্র অপাত্র নির্বিশেষে পীর মুরিদীর সিলসিলা চালু হয়। প্রথম প্রথম অনেক ক্ষেত্রেই এ সিলসিলা নেক নিয়্যতে চালূ হয়। কিন্তু পরবর্তীতে এই সিলসিলার মধ্যেও ব্যবসায়িক মনোভাব এবং স্বার্থ জড়িয়ে পড়ে।
এর ফলে এখানে ঢুকে পড়ে। যেমন (ক) গদ্দীনশীন হবার সিলসিলা (খ) খেলাফত আদান প্রদানের সিলসিলা, (গ) কবর কেন্দ্রিক মাযার প্রতিষ্ঠার সিলসিলা, (ঘ) পীরের পুত্রগণের সাহেবজাদা হবার বিশেষ মর্যাদা, (ঙ) উরস আয়োজনের ব্যবস্থা, (চ) মুরিদ ভাগাভাগির ব্যবস্থা, (ছ), ব্যক্তি পূজার সিলসিলা । ইত্যাদি।
আরও দেখুনঃ রোযাদারের মনোযোগ আকর্ষন pdf বই ডাউনলোড
নিচে মুসলিম সমাজে প্রচলিত ১০১টি ভূল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 5.59 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আব্দুস শহীদ নাসিম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ