মুস্তফার আনুগত্য pdf বই ডাউনলোড। ইসলামী আকৃতি এবং ইসলামী পোশাকে এতই উপকারীতা রয়েছে যে, (১) সরকার হাজারো বাহিনী বানিয়ে দিয়েছেন, রেলওয়ে, ডাক, পুলিশ, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি এবং কোট কাচারী ইত্যাদি এবং প্রত্যেক বাহিনী ও অধিদপ্তরের জন্য আলাদা আলাদা পোশাকও (ইউনিফর্ম) নির্ধারণ করে দিয়েছেন। যদি লাখো মানুষের মাঝে কোন বাহিনীর একজন লোক দাঁড়িয়ে যায়, তবে তাকে স্পষ্ট করে বুঝা যায় যে, সে কোন বাহিনীর লোক।
যদি কোন সরকারী কর্মচারী ডিউটির সময়ে নিজস্ব ইউনিফর্ম না পড়ে, তবে তার জরিমানা গুনতে হয়। যদি বারবার সতর্ক করার পরও না মানে তবে অনেক সময় তাকে বর্খাস্থও করা হয়ে থাকে। ঠিক একই রকম আমরাও ইসলামী বাহিনী ও মুস্তফার সালতানাত এবং হুকুমতে ইলাহীয়্যার কর্মচারী। আমার জন্যও আলাদা আকৃতি নির্ধারণ করে দিয়েছেন যে, লাখো কাফিরের মাঝে দাঁড়ালে চেনা যাবে যে, ঐ তো মুস্তফা সাঃ এর গোলাম দাঁড়িয়ে আছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
যদি আমরা আমাদের ইউনিফর্ম বাদ দিয়ে দিই, তাহলে আমরাও শাস্তির উপযোগী হয়ে যাবে। (২) প্রকৃতি মানুষের প্রকাশ্য আকৃতি এবং অন্তরের সাথে এমন একটি সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে যে, একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে। যদি আপনার মন খারাপ হয় তবে চেহারায় উদাস ভাব প্রকাশ পায় এবং চেহারা দেখেই বলে দেয়া যায় যে, আপনার মন খারাপ। মনে খুশি থাকলে চেহারায় ফুরফুরে ভাব প্রকাশ পায়।
এতে বুঝা গেল যে, অন্তরের প্রভাব চেহারায় এসে পড়ে। ঠিক এরূপ কারো যদি টিবি রোগ হয় তখন ডাক্তার বলে যে, তাকে ভাল পরিবেশে রাখবেন, ভাল এবং পরিছন্ন পোশাক পরিধান করাবেন। তাকে অমুক ঔষধের পানি দ্বারা গোসল দিন। বলুন তো! রোগতো ভিতরে কিন্তু তাকে কেন বাহ্যিক শরীরের চিকিৎসা করা হচ্ছে? এই জন্যই যে, যদি বাহ্যিক শরীর ভাল হয়ে যায় তবে ভিতরের রোগও আস্তে আস্তে ভাল হয়ে যাবে।
সুসাস্থ্যের অধিকারী ব্যক্তির উচিৎ যেন প্রতিদিন গোসল করে, পরিছন্ন কাপড় পরিধান করে, পরিস্কার ঘরে থাকে, তবেই সুস্থ থাকবে। এরূপ খাবারের প্রভাবও অন্তরে পড়ে। মোট কথা, মানতেই হবে যে, খাবার এবং পোশাকের প্রভাব অন্তরে গিয়ে পড়েই। তবে যদি কাফেরদের মতো পোশাক পরিধান করা হয় বা কাফেরদের মতো আকার আকৃতি বানানো হয়, তবে এর প্রভাবে অবশ্যই মনে কাফেরদের ভালবাসা এবং
মাসলমানদের প্রতি ঘৃণা ভাবও সৃষ্টি হয়ে যাবে।
শেষ পর্যন্ত এই রোগটি ধ্বংসের কারণ হবে। এজন্যই হাদীসে পাকে এসেছে: “কে কে অর্থাৎ যে অন্য কোন গোত্রের সাথে সাদৃশ্য সৃষ্টি করে, তবে সে তাদেরই দলে।” (আল মু’জামুল আওসাত, ৬ষ্ঠ খন্ড, ১৫১ পৃষ্ঠা, হাদীস- ৮৩২৭ ) সারমর্ম হচ্ছে: মুসলমানের মতো আকার-আকৃতি বানাও যেন মুসলমানের মতো চরিত্র সৃষ্টি হয়। (ইসলামী জীন্দেগী, ৮৪ পৃষ্ঠা)।
নিচে মুস্তফার আনুগত্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ভয়ান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.47 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |