মুস্তফার উতকর্ষতা pdf বই ডাউনলোড। প্রিয় ইসলামী বোনেরা! সাধারনত আমাদের এখানে খাবার কম হলে এবং খাওয়ার লোক বেশি হয়ে গেলে তখন খাবারের আয়োজন বাড়ানো ছাড়া আর কোন পথ থাকে না, এখন ভাবুন! প্রায় চার কিলো আটা এবং ছাগলের একটি ছানা কিন্তু নবীয়ে রহমত , এর থুথু শরীফের বরকতে এতটুকু খাবার শুধু সাহাবায়ে কিরামের সম্পূর্ণ দলের জন্য যথেষ্ট হয়নি বরং যতটুকু রান্না করা হয়েছিলো ততটুকুই অবশিষ্ট থাকা অতঃপর ছাগলের হাঁড়ের উপর কিছু পাঠ করাতে তা মাংস ও চামড়া বেষ্টিত হয়ে পূর্বের ন্যায় কান নাড়তে নাড়তে দাঁড়িয়ে গেলো ।
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নাঈমী রহঃ এই হাদীসে পাকের আলোকে যা কিছু বলেছেন, আসুন! এর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শ্রবন করি: * যেসকল লোকেরা খাবার খেয়েছে, তাঁদের সংখ্যা ছিলো ১৪০০ জন। তাঁদের মধ্যে এক হাজার জন তো খন্দক খননকারী ছিলেন এবং চারশত জন ঐ ব্যক্তিরা ছিলেন, যারা পরে অবশিষ্ট ছিলেন, যারা মদীনার ঘরে, বাজারে ছিলেন, মদীনা মুনাওয়ারার শিশু (বরং) মহিলারাও এই দাওয়াতে অংশগ্রহন করেছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
মোটকথা খাবার খাওয়ার লোকেদের মেলা বসে গিয়েছিলো । সৌভাগ্যবান ছিলেন সেই লোকেরা, যারা বরকতময় খাবারে অংশগ্রহন করেন। * হুযুরে পাক ঐসকল লোকদের দাওয়াত দিয়েছিলেন, সেইদিন লঙ্গর হুযুর সাঃ র ছিলো, ঘর হযরত জাবির রাঃ এর, সুতরাং এই ঘোষনা এবং দাওয়াত একেবারেই সঠিক ছিলো। যে জিনিষ ব্যবহার করাতে কমে যায় না তা মালিকের অনুমতি ছাড়াও ব্যবহার করা যেতে পারে, যেমন কারো প্রদীপের আলোয় অধ্যয়ন করে নেয়া, কারো দেয়ালের ছায়া গ্রহন করা।
আজ এই খাবার সেই আহারকারীদের ব্যবহারে কমবে না, তাই হযরত জাবির রাঃ এর অনুমতি ছাড়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। * হযরত জাবির রাঃ সকল লোকদের দাওয়াত দেয়া এবং তাঁদের মাঝে ঘোষণা করে দেয়াতে আশ্চার্য হয়ে গেলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই আশ্চার্য হওয়া অবলোকন করলেন।
এবং সান্তনা দেয়ার জন্য ইরশাদ করলেনঃ ঘাবড়িও না আল্লাহ পাক দয়া করবেন, যা আনবে তাই খাওয়াবো, তুমি শুধু এতটুকু করবে যে, আমার আসার পূর্বে পাতিল চুলা থেকে নামাবে না এবং আটা পাকানো শুরু করবে না, অতঃপর খোদার কুদরতের কারিশমা দেখো। * এই ঘটনায় হুযুরে আনওয়ার । এর থুথু শরীফের অনেক বড় মুজিযা রয়েছে: মাংসের টুকরোয়। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি রাসূল সাঃ এর উতকর্ষতা বিষয়ে জানতে পারবেন।
নিচে মুস্তফার উতকর্ষতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ভয়ান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |