মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী রহঃ pdf বই ডাউনলোড। হাদীছ শাস্ত্রে ভারতীয় উপমহাদেশের আহলেহাদীছ ওলামায়ে কেরামের অবদান সর্বজনবিদিত। মিসরের ইসলামী আইন ইনস্টিটিউট এর ইসলামী শরীআর প্রফেসর মুহাম্মাদ আব্দুল আযীয আল-খাওলী বলেন, অর্থাৎ বর্তমান বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর প্রাবল্য এবং জাতি-গোষ্ঠীর ভিন্নতা সত্ত্বেও আমাদের হিন্দুস্থানের মুসলিম ভাইগণের ন্যায় এমন ব্যক্তি পাওয়া যাবে না।
যারা হাদীছের ক্ষেত্রে তাদের যথোপযুক্ত দায়িত্ব সম্পাদন করেছেন। তাদের মধ্যে সুন্নাহর সংরক্ষক এবং হিজরী তৃতীয় শতাব্দীর ন্যায় মুক্তমন নিয়ে হাদীছ অধ্যয়নকারী এবং সনদ পর্যালোচনাকারী ব্যক্তিত্ব পাওয়া যায়।
আরও দেখুনঃ শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাতে অধ্যাপক শায়খ হাম্মাদ বিন মুহাম্মাদ আল-আনছারী (১৩৪০-১৪১৮ হিঃ) । বলেন অর্থাৎ শত্রু-মিত্র সকলের স্বীকৃতি অনুযায়ী এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, হিজরী তৃতীয় শতাব্দী থেকে অদ্যাবধি সুন্নাহর জন্য যে সমস্ত পন্ডিত ব্যক্তি বেচেঁ ছিলেন, তারাঁ হলেন আহলেহাদীছ ওলামায়ে কেরাম। হিজরী ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীর এমনি এক মুহাদ্দিছ ছিলেন।
সংক্ষিপ্ত জিবনী।
তিরমিযী শরীফের বিশ্ববিখ্যাত আরবী ভাষ্য তুহফাতুল আহওয়াযী র রচয়িতা আল্লামা মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী। ইলমে হাদীছের মহীরুহ, জগদ্বিখ্যাত আহলেহাদীছ ব্যক্তিত্ব, শায়খুল কুল ফিল কুল সর্বকালের সকলের সেরা বিদ্বান মিয়াঁ নাযীর হুসাইন দেহলভীর খ্যাতনামা ছাত্র ছিলেন তিনি। শিক্ষকতা, গ্রন্থ রচনা, ফৎওয়া প্রদান।
আরও দেখুনঃ যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
হাদীছের প্রচার-প্রসার ও আমল বিল হাদীছ হাদীছ অনুযায়ী আমল- এর জন্য যে সমস্ত আহলেহাদীছ বিদ্বান নিজেদের জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেছিলেন, তাদেঁর মধ্যে আল্লামা মুবারকপুরীর নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে ইতিহাসের পাতায়। হাদীছ শাস্ত্রে তারঁ অবদান পূর্ণিমা রাতে মেঘমুক্ত আকাশে উদিত চন্দ্রের ন্যায় দীপ্তিমান।
নাম মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী। উপনাম আবুল ঊলা। তিনি ১২৮৩ হিঃ/ ১৮৬৫ খৃষ্টাব্দে-ভারতের উত্তর প্রদেশের আযমগড় যেলার মুবারকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাধারণ্যে তিনি বড় মাওলানা ছাহেব রূপে পরিচিত ছিলেন। তিনি কাযী ইমামুদ্দীন জৌনপুরীর কাছে কুরআন মাজীদ হিফয মুখস্ত করেন এবং তাজবীদ শিক্ষা লাভ করেন। হাফেজ ও ক্বারাী হিসাবে তারঁ মর্যাদা এতদূর উন্নীত হয়েছিল, যে মুবারকপুর ও তৎসন্নিকটস্থ এলাকার কোন হাফেয হিফয সম্পন্ন করার পর যদি তাকেঁ কুরআন না শুনাত, তাহলে তাকে হাফেয গণ্য করা হত না।
আরও দেখুনঃ মাওলানা আব্দুল্লাহ গযনভী pdf বই ডাউনলোড
নিচে মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী রহঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 2.12 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।