মুয়াত্তা ১ম খন্ড
মুয়াত্তা ১ম খন্ড pdf বই ডাউনলোড। প্রসিদ্ধ হাদীসপ্রন্থ মুয়াত্তা-ই-ইমাম মালিক (র.)-এর বাংলা তরজমার গুরুত্বপূর্ন কাজটি বহুদিন আগে আমি সম্পন্ন করি। বইটি মোট দুই খন্ডে সমাপ্ত। এটি প্রথম খন্ড।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এর প্রকাশের ব্যবস্থা নেয়া হয়। বাংলা ভাষায় এটাই মুয়াত্তর প্রথম তরজমা গ্রন্থ। আরব,আফ্রিকা,প্রাচ্য ও প্রতীচ্যের দেশসমুহে মুয়াত্তা প্রাচীনতম ও সুগ্রন্থ সহীহ হাদীস হিসাবে বিশেষভাবে সমাদৃত।
আরও দেখুনঃ ইসলামের ইতিহাস ১ম খন্ড pdf বই
বাংলা ভাষায় তরজমা প্রকাশিত হওয়ার ফলে ভাষাভাষী সম্মনিত পাঠকগন মুয়াত্তা এবং এ রচয়িতা জ্ঞানতাপস ইমাম মালিক ইবন আনাস (র)-এর সাথে ব্যাপক পরিচিতি লাভ করবেন বলে আশা করছি এবং এটাও আশা করি-এই গ্রন্থের মাধ্যমে ইমাম মালিক (র)-এর বিশাল জ্ঞানভান্ডার হতে জ্ঞান-পিপাসুগন সবিশেষ উপকৃত হবেন।
বুখারী শরীফ, মুসলিম শরীফ,আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ, নাসাঈ শরীফ,ইবনে মাজা শরীফ প্রভৃতি হাদীসগ্রন্থের যে ছয়টি হাদীস সংকলন সিহাহ সিত্তা নামে মুসলিম বিশ্বে জনপ্রিয় হয়ে রয়েছে, এসব হাদীস গ্রন্থের ফিকহ-এর অধ্যায়গুলি মূলত মুয়াত্তাকে ভিত্তি করেই সংকলিত।
ইমাম মালিক (র) ছিলেন তাবে তবেঈনদের মধ্যে অন্যতম। মুয়াত্তা রচনায় তার কঠোর প্ররিশ্রম ও সাবধানতা সর্বজনস্বীকৃত । তিনি প্রায় এক লক্ষ হাদীস থেকে বিশুদ্ধতা পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষ সতর্কতার সাথে চল্লিশ বছর ধরে মুয়াত্তা র হাদীসগুলি সংকলন করেন। মদীনা শরীফের সত্তরজন প্রখ্যাত মুহাদ্দিস ও ফকীহর কাছে মুয়াত্তা যাচাই করার জন্য পেশ করা হয়। তারা সকলেই এর সঙ্গে একমত পোষণ করেন।
আরও দেখুনঃ শব্দার্থে আল কুরআনুল মাজীদ ১ম খন্ড pdf বই
ইমাম শাফি‘ঈ (র) এই হাদীস গ্রন্থ সম্পর্ক মন্তব্য করতে গিয়ে বলেনঃ আল্লাহর কিতাবের পরই সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে মালিক ইবন আনাসের মুয়াত্তা।
হাদীসের কোন গ্রন্থটি মুখস্থ করা যায়-এ বিষয়ে জনৈক হাদীস পিপাসু ইমাম আহমদ বিন হাম্বল(র)-কে প্রশ্ন করলে তিনি মুয়াত্তা কেই মুখস্থ করে রাখার জন্য পরামর্শ দেন।
এই হাদীস গ্রন্থটির অনুবাদে প্রয়াজনীয় কিতাব সরবরাহ ও অনুবাদ কার্য যারা সহায়তা করেছেন এবং মুদ্রেণের ব্যাপারে যারা উদ্যোগী ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি।
আরও দেখুনঃ মহিলা সাহাবী pdf বই
নিচে মুয়াত্তা ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ হাদীস সংকলন গ্রন্থ বইয়ের সাইজঃ 16.2 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ ইমাম মালিক রহঃ অনুবাদঃ মুহাম্মদ রিজাউল কারীম ইসলামাবাদীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ