মৃত্যু থেকে কিয়ামাত pdf বই ডাউনলোড। হে! ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো, যেভাবে তাকেঁ ভয় করা উচিত। আর তোমাদের মৃত্যু যেন কেবল তখনই হয়, যখন তোমরা থাকবে (আল্লাহর বিধানের সামনে) অনুগত। (সূরা আ-ল ইমরান ৩:১০২)।
হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই যেন খেয়াল রাখে, ভবিষ্যতের জন্য সে আগাম কী পাঠাচ্ছে? আল্লাহকে ভয় করো। তোমরা যা করছ, আল্লাহ অবশ্যই তার খোজঁখবর রাখছেন। (সূরা আল-হাশর ৫৯:১৮)
আবার আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ- বলেছেন, সকল স্বাদ ধ্বংসকারী মৃত্যু-কে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তায়ালা বলেন, যারা ঈমান আনে, আল্লাহ তাঁদের মজবুত কথা দিয়ে দুনিয়ার জীবনে ও পরকালে শক্তি যোগাবেন; আর যারা জুলুম করে, আল্লাহ তাদের পথহারা করে দেবেন। (সূরা ইবরাহীম ১৪:২৭)
আরও ইসলামিক বই দেখুনঃ
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- ভাল মৃত্যুর উপায় pdf বই ডাউনলোড
- মৃত্যু মুমিনের শান্তি pdf বই ডাউনলোড
- ঈমানী মৃত্যু pdf বই ডাউনলোড
- মৃত্যু চিন্তা pdf বই ডাউনলোড
১। বারা ইবনু আযিব রাঃ-থেকে বর্ণিত, নবি করীম সাঃ- বলেন, অর্থাৎ-মুমিন যখন কবরে সাক্ষ্য দেবে- আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, এবং মুহাম্মাদ সাঃ-কে চিনতে পারবে, সেটিই হবে নিম্নোক্ত আয়াতের প্রতিফলন- ”যারা ঈমান আনে, আল্লাহ তাঁদের মজবুত কথা দিয়ে দুনিয়ার জীবনে শক্তি যোগাবেন।
২। বারা ইবনু আযিব রাঃ- থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাঃ- বলেন, অর্থাৎ- মুসলিমকে কবরে প্রশ্ন করা হলে, সে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, এবং মুহাম্মাদ সাঃ-আল্লাহর রাসূল। সেটিই হলো আল্লাহ তাআলার এ কথার তাৎপর্য- যারা ঈমান আনে, আল্লাহ তাদেঁর মজবুত কথা দিয়ে দুনিয়ার জীবনে ও পরকালে শক্তি যোগাবেন। (সূরা ইবরাহীম ১৪:২৭)।
আল্লাহ তাআলা বলেন. অর্থাৎ- “যারা ঈমান আনে, আল্লাহ তাঁদের মজবুত কথা দিয়ে দুনিয়ার জীবনে ও পরকালে শক্তি যোগাবেন: আর যারা জুলুম করে, আল্লাহ তাদের পথহারা করে দেবেন। (সূরা ইবরাহীম ১৪:২৭)” এই আয়াত প্রসঙ্গে বারা ইবনু আযিব রাঃ-থেকে বর্ণিত, “দাফন করার পর, কবরে-থাকা লোকটির কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবে, তোমার দ্বীন কী? সে বলবে, আমার দ্বীন ইসলাম। এরপর তাকে জিজ্ঞাসা করবে, তোমার নবি কে? সে বলবে, আমার নবি মুহাম্মাদ সাঃ। আর সেটিই হলো দুনিয়ার জীবনে শক্তি যোগানো।”
নিচে মৃত্যু থেকে কিয়ামাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল বায়ান |
বইয়ের ধরণঃ | বুখারী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 22.3MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম বাইহাকি রঃ |
অনুবাদঃ | জিয়াউর রহমান মুন্সী |