মেজর ডালিম pdf বই ডাউনলোড। অসীম শ্রদ্ধা এবং প্রত্যয়ের সাথে এই ওয়েব সাইট বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের তাদেরকেই উৎসর্গ করলাম, যারা স্বাধীনতা, সত্য, ন্যায় এবং অধিকারের জন্য সংগ্রাম করার সাহস রাখবেন। বাংলাদেশ এবং স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে অনেক কিছু লেখা হলেও পুরো সত্য এখনো উদঘাটিত হয়নি। যারা প্রথম থেকেই ভারতীয় নীল নকশা সম্পর্কে অবগত ছিলেন এবং শেখ মুজিবের বিরোধিতা করেছিলেন তাদের পক্ষে বিশ্বাস করা তেমন কঠিন ছিল না।
যে দেশের সার্বিক অবস্থা ক্রমান্বয়ে চরম পরিণতির দিকেই ধাবিত হবে। কিন্তু যারা শেখ মুজিবরে উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন তাদের পক্ষে তেমনটি যে ঘটবেই সেটা মেনে নেয়া কিছুতেই সম্ভভ ছিল না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গুলিস্তা শেখ সাদী pdf বই ডাউনলোড
- শেখ সাদীর গল্প pdf বই ডাউনলোড
- মুসলিম মনীষীদের জীবনকথা pdf বই ডাউনলোড
- শেখ সা‘দী pdf বই ডাউনলোড
- সেরা মুসলিম মনীষীদের জীবনি কথা pdf বই ডাউনলোড
শেখ মুজিব সাধারণ ব্যক্তি ছিলেন না। যে পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন সেটাও ছিল অসাধারণ। সমভাবে আমাদের মুক্তিযুদ্ধে বিষয়টিও ছিল অত্যন্ত জটিল। সেদিন থেকে বিচার-করলে এই ওয়েব সাইটের মাধ্যমে বেরিয়ে আসা প্রত্যেকটি ইস্যুই বিশদ বিশ্লেষণের দাবিদার। আন্দোলনের সময় শেখ মুজিব ছিলেন অতি জনপ্রিয় একজন কাংখিত নোত কিন্তু স্বাধীনতাত্তোরকালে তিনিই হয়ে উঠেন জনধিকৃত নিকৃষ্টতম এক স্বৈরাচারী শাসক।
তারা এই দুই বিপরীত চরিত্রের মাঝে রয়েছে এক হারিয়ে যাওয়া যোগসুত্র। শেখ মুজিবের এই চারিত্রিক দ্বৈততাকে এক সুত্রে বেধেঁছিলেন কোন একটি বিশেষ তাড়নায়- রাজনীতি? আদর্শ? ভীতি? হীনমন্যতা? আত্মম্ভরিতা? উচ্চাভিলাস? পাঠক বিষয়টিকে কিভাবে দেখবেন তার উপরেই র্নিভর করবে এর জবাব। ওয়েব সাইটের বিষয়গুলো ঐ সমস্ত লোকদের জীবন থেকে নেয়া যারা শুধুমাত্র নিস্ক্রিয় নিরব দর্শক ছিলেন না।
তারা সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। তখনকার ঘটনাপ্রবাহ এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের রাজনীতির সাথেও তারা ছিলেন স্বাভাবিক কারণে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। তাই যুক্তিঙ্গত কারণেই মুক্তিযুদ্ধ এবং দেশ সম্পর্কে কর্তৃত্বের সাথে কথা বলার অধিকার রয়েছে তাদের। জনগণের একাংশের মাঝে ঐ সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে যে অস্বচ্ছতা রয়েছে ।
তা দুর করার জন্য অনেক শ্রদ্ধেয় পদস্ত প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য এবং মতামতও এই ওয়েব সাইটে দেয়া হয়েছে। পাঠকের উপর কোন কিছু চাপিয়ে দেয়ার অভিপ্রায়ে এই ওয়েব সাইট প্রকাশ করা হয়নি, এর মূল লক্ষ্য হল পাঠকদের জন্য কিছু চিন্তার খোরাক যোগানো। তথ্যবহুল ঘটনাসমূহের আলোকে তারা যেন সত্যকে খুজেঁ নিতে পারেন ।
নিচে মেজর ডালিম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |