মোছলেন রত্নহার pdf বই ডাউনলোড। রাঃ- মুক্ত আত্মীয় হুজনদিগের কবর জিয়ারত করান। অভিনয় নিষের কার্য, বিনা ওজরতে করাইতে পারিলে মৃত ব্যক্তিগণ যহত হওয়া পাইতে পারে কিনা ?
উঃ-ই’, উপরোক্ত লোকদিগের কবর জিয়ারত করান অতিশর নেকের কার্য, বিনা ওজরতে (মজুরীতে) করাইলে মৃত ব্যক্তি অসীম হওয়ায় গাইতে পারে।
প্রঃ-যদি কেহ মজুরী লইয়া কিংবা দিয়া কবর জিয়ারৎ করে অথবা কোরআন শরীফ পাঠের মুদৎ ঠিক করিয়া দেয় কি লয় ঐ যে, এতদিন এত মাস কোরআন শরীফ পাঠ ও কবর জিয়ারত করিব, কি করিবেন; এই প্রকার চুক্তি করার আছে?।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
উ:-তুমি তো কিছুই বুঝিতে পার না। জানি পূর্বেই বলিয়াছি মজুরী লইয়া নেককার্য করা বা করান উভয়ই হারাম। যে কাজ মজুর ইয়া করা হারান, তাহার মুদং বে-মুহুতের প্রভেদ কি ? মহুরী সম্বন্ধে নানারূপ মতভেদ আছে কিন্তু জওহারাতুন নাইয়ায়া
শাখী ও মিছরী ছাপা জালমগীরীর হাশিয়ার
যাহাতে বাজিয়া ও কাজিখানের কথা লিখিত আছে এবং জাদুর সাথোত প্রভৃতি কেতাবে জায়েজ নাই বলিয়া প্রকাশ পাছে। শতএব ইহাই শুদ্ধ; আলেমগণ এই কথার উপর ফতোয়া হিয়াছেন।
উঃ-জগতে যত রকম কাজের মজুরী লওয়া প্রচলিত প্রত্যেক প্রকারের কাজেই কিছু না কিছু সময়ের আবশ্যক।
বাস্তবিক পক্ষে মঙ্গুরীই কার্য্যের, সময়ের মধু নাই। কার্য্যের বেশী কম তারতম্যানুযায়ী মঞ্জুরীও বেশী কম হইরা থাকে। যথা–এঞ্চ মক্তবে দুইজন শিক্ষক, একজনের মাসিক বেতন ৪৫২ টাকা ও এগরের বেতন
টা সময় অনুসারে নছে, কার্যানুসারে হইল। প্রত্যেক প্রকার মজুরীই ছওয়াব রেছানী ইহকালের স্বার্থের জন্য দিয়া ও লইয়া থাকে।
করিবার জন্য মঞ্জুরী লওয়া জায়েজ নহে। তাহা হইলে মৃত ব্যক্তির জন্যও তেলাওয়াত্ করিয়া মজুরী ও জায়েজ হইত । বড়ই দুঃখের বিষয়, বৰ্ত্তমানে বাজে লোকগণ নৌকার মাঝিগিরী, মাটিকাটা, ঘর বাক্কা কাজের সহিত তুলনা করিয়া কোরআন শরীফ পাঠের সময়ের মজুরী লয়, ইহাতে পাপ বই পূণ্য নাই। অতএব মনে রাখিও, খোদার কালাম ছওয়াব রেছানীর জন্য মালের লোভে পাঠ করা সিদ্ধ নহে। যথা— তফছিরে আাজিজী ।
4. প্রশ্ন—কোরআন শরীফের অলাতানতার বেআইয়াতি এই আয়াতের মর্ম্মে কতক আলেমগণ কোরমান শরীফ খতমের মজুরী স্বরূপ ৪৫ দিনার ঠিক করিয়া নিয়াছেন, ইহা শুদ্ধ কিনা ?।
নিচে মোছলেন রত্নহার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলা হাদিস বই |
বইয়ের সাইজঃ | 10 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |