মোশাররফ হোসেন খানের কবিতা pdf বই ডাউনলোড। কবি মোশাররফ হোসেন খানের বিস্ময়কর উত্থান আমরা বিমুগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করছি। বাংলা সাহিত্যে ইতিমধ্যেই তিনি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন। কবিতায় তিনি বেগবান স্রোতের মত। দ্রোহ, প্রেম, জিজ্ঞাসা, রহস্য, দর্শন, আত্মসন্ধান, মানুষ, প্রকৃতি পৃথিবী ও মহাকাশ তারঁ কবিতায় সমুপস্থিত। আবদুল মান্নান সৈয়দের ভাষায় ।
মোশাররফ হোসেন খানের আরেকটি বিস্ময়কর বিস্ময়কর তারঁ বয়সের পক্ষে বিশিষ্টতা এই যে মানুষকে তিনি স্থাপন করেছেন চরাচরের বিশাল পটভূমিকায়ঃ সূর্য, নক্ষত্র, আলোকবর্ষ,জীন ফেরেশতা তারঁ কবিতায় এতো স্বতঃস্ফূর্ত যে মনে হচ্ছে বাংলা কবিতায় দেখা দিয়েছেন কোনো নবীন জুলে সুপেরভিয়েল । দরোজার পর দরোজা।
আরও দেখুনঃ লাল সাগরের ঢেউ pdf বই ডাউনলোড
দার্শনিক দেওয়ান মুহাম্মাদ আজরফ বলেছেন, তারঁ কবিতায় দর্শন, আত্মজিজ্ঞাসা, আত্মসন্ধান ও রহস্য বিস্ময়করভাবে স্থান পেয়েছে। কথাশিল্পী শাহেদ আলীর ভাষায় মোশাররফ হোসেন খানের কবিতা ও কথাসাহিত্যের পথিকৃতের ভূমিকা পালন করে যাচ্ছেন। কবি আল মাহমুদ মনে করেন মোশাররফ হোসেন খান প্রকৃত অর্থে একজন মৌলিক আধুনিক কবি।
এক কথায় বলা যায় যে মোশাররফ হোসেন খুবই জনপ্রিয় একজন কবি।
এমনিভাবে তারঁ সাহিত্য সম্পর্কে বিদগ্ধ পাঠক- সমালোচকগণ বহু মূল্যবান মন্তব্য করেছেন। এবং এই আলোচনার ধারা এখনও অব্যাহত আছে। কবিতা ছাড়াও মোশাররফ হোসেন খান সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় বিচরণ করেন সম্রাটের মত। গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, সাহিত্যের কলাম, শিশুসাহিত্য, জীবনী কোনোটাই তারঁ আয়ত্তের বাইরে নয়।
আরও দেখুনঃ অশ্রু নয় রক্ত pdf বই ডাউনলোড
তিনি যখন যেটাই লেখেন সেটাই হয়ে ওঠে সাহিত্যের একটি অনিবার্য পাঠ্য। বিষয়বৈচিত্র, ভাষা, টেকনিক সব মিলিয়ে মোশাররফ হোসেন খানের হাতে আমাদের সাহিত্য পেয়েছে এক নতুন প্রাণ।শতাব্দীর শেষ প্রান্তে এসে কবিতার অনিবার্য পতন থেকে যারা মুক্তি দিয়েছেন, তাদেঁর ভেতর অন্যতম মোশাররফ হোসেন খান। আজ তিনি আশির কবিদের শীর্ষে অবস্থান করছেন।
সমালোচকদের দৃষ্টিতে-মোশাররফ হোসেন খান কেবল খান কেবল আশির দশকের শ্রেষ্ঠ কবি নন, সমগ্র বাংলা কবিতায় তিনি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এক কবি। অপরিমেয় মেধাবী এই মৌলিক কবি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৪শে আগষ্ট, যশোর জেলার ঝিকরগাছা থানার অন্তর্গত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত বাকঁড়া গ্রামের একটি জেলার ঝিকরগাছা থানার অন্তর্গত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত বাকঁড়া গ্রামে একটি ঐতিহ্যবাহী পরিবারে।
আরও দেখুনঃ সাহাবী কবি কাব্য pdf বই ডাউনলোড
নিচে মোশাররফ হোসেন খানের কবিতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সৃষ্টি প্রকাশন বইয়ের ধরণঃ কবিতা বিষয়ক বইয়ের সাইজঃ 2.66 MB প্রকাশ সালঃ ২০১১ বইয়ের লেখকঃ রফিক রইচ একে আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ