মোসাস এক্সোডাস pdf বই ডাউনলোড। আজ পঞ্চান্নতম দিন। আমাদের মধ্যে থেকেই রাগান্বিত স্বরে কেউ একজন বলে উঠলো। সংবাদের প্রথম পাচঁ মিনিটে কেবল সুদানি শাসক জেনারেল জাফল এখানে গেছেন, নিমিরি ওখানে গেছেন ইত্যাদি যাচ্ছেতাই খবর বাদে খার্তুমের রাস্তায় বাড়ন্ত উত্তেজনা, আসন্ন মিলিটারি ক্যাম্প নিয়ে চলা অবিরত গুজব এবং আন্তর্জাতিক গরম খবরগুলোর একটাও তেমন শোনা যায় না।
অপারেশন মসেস সমাপ্ত হয়েছে। এয়ারফোন প্লাগ কানে দিয়ে একটা রেডিও স্টেশনের নিউজ থেকে শুনলাম আমি। এখানে কেবল এই রেডিও স্টেশনিই দুর্দান্ত সব খবর জানাতে সুপরিচিত। স্টেশনের নাম কোন ইসারায়েল। প্রতিদিন সন্ধ্যায় কোল ইসরায়েল নিউজ এভনিং প্রোগ্রামে দারুণ সব তথ্য দিয়ে হাজির হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সালাহউদ্দীন আয়ুবীর দুঃসাহসিক অভিযান pdf বই ডাউনলোড
- বদরের যুদ্ধ pdf বই ডাউনলোড
- ফতোয়াকে কেন্দ্র করে ইসলাম নির্মূলের অভিযান pdf বই
- অপারেশন কাশ্মীর pdf বই ডাউনলোড
- অপারেশন আলেপ্পো pdf বই ডাউনলোড
এটা ইসরায়েলের সরকারি রেডিও নেটওয়ার্ক। সংবাদপাঠকের গভীর গলাটা আমাকে আমার সহকর্মী ভি সলটেনের কথা মনে করিয়ে দিলো। সলটেন ইসরায়েল সরকারের অফিসিয়াল বিবৃতিসমূহ, প্রমানমন্ত্রী শিমন পেরেজের যাবতীয় বানী এবং হাজারো ইথিওপিয়ান ইহুদি, যারা কিনা সুদানে অবস্থানে করছিলো উদ্বাস্ত হয়ে, সেসব সংবাদগুলো সুন্দরভাবে পাঠ করতো।
খার্তুমে অবস্থানকালে ঐ রাতে আমরা তখনো জানতে পারিনি যে, শরণার্থীরা বিমান থেকে নামামাত্রই ইসরায়েলের নাগরিকরা তাদের দেখতে জড়ো হয়েছিলো এবং উদ্ধার হওয়া লোকদেরকে ঘিরে ফেলেছিলো মিডিয়ার ক্যামেরা। শরণার্থীরা বিশ্বাসই করতে পারছিলো না যে, অবশেষে তার নিজেদের বহুল আকাঙি্ক্ষত গন্তব্যে ফিরে এসেছে। তখনো আমরা একদল মোসাদ এজেন্ট খার্তুমেই অবস্থান করছিলাম উদ্ধার অভিযানের গুপ্ত ছক আকাঁর জন্য।
একই সময়ে ছোট ছোট রাবারে ডিঙিতে করে আসা শরণার্থীদের জন্য সৈকতে নেভির জাহাজ বেড়ানো ছিলো এবং এয়ার ফোর্সের সি-১৩০ মডেলের বিমান রাতের আধাঁরে একদল ক্ষুধার্ত শরণার্থী নিয়ে মরুভুমির বুকে নেমেছিলো, সে ব্যাপারেও অবগত ছিলাম। কিন্তু এই মুহুর্তে এয়ারফোনের সুবাদে আমি কেবল অপারেশন মসেস সম্পর্কে রাজনীতিবিদ ও কিছু কট্টর সমালোচকদের মন্তব্য শুনতে পাচ্ছি, যারা কিনা কঠিন ভাষায় আগেরদিন অভিযান বন্ধ হবার নিন্দা জানিয়েছিলো।
আরো একবার সেই ইতর রাজনীতিবিদ ও ফাতরা সাংবাদিকেরা বাজে মন্তব্য করলো। আমাদের মাঝখান থেকে কেউ একজন বলে উঠল। আসলে তোমার বলা উচিত বারবার; আরো একবার নয়। কারণ তারা প্রতিনিয়তিই এমন বলে চলবে। বলেই আমি হাসলাম। এটা অবাক করার মত বিষষ যে এখানে আমরা খার্তুমে অবস্থান করেছি এবং ইসরায়েলে সংবাদ মারফত কর্তৃক শুনতে হচ্ছে অভিযান শেষ। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মোসাস এক্সোডাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রজন্ম পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 37.7 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | গ্যাড সিমরন |
অনুবাদঃ | ত্বাইরান আবির |