মৌলুদে খায়রুল বারিয়্যাহ pdf বই ডাউনলোড। রাসলে খোদা (দঃ) যে সময়ে পৃথিবীতে তশরিফ ফরমান সে সময় সারা জাহান পাপ পঙ্কিলে পর্ণ ছিল। অন্যায়, অবিচার, অনাচার, ব্যাভিচার, দাঙ্গা হাঙ্গামা, খুন-খারাবি বঞ্চনা-প্রতারণা প্রভৃতিতে সারাজাহানের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতি ও প্রত্যেকটি সমাজ জর্জরিত ছিল। এক কথায় মানষে তখন অধঃপতনের চরম সীমায় পৌঁছিয়াছিল, দিকে দিকে চলিয়াছিল তখন পাপাচার শয়তানের রাজত্ব, আর দুষ্ট দুর্বোস্তুদের দৌরাত্ম।
অপরাপর দেশের ‘তুলনায় আরবের অবস্থ। ছিল সবচেয়ে ঘণ্যে ও শোচনীয়। তখনকার সমাজে যে যত বড় দূরত্ত তাহাকে মনে করা হইত ততবেশী সম্মানী। যে যত বড় নরঘাতক, শিশুসন্তান হত্যায় যে যত বেশী সিদ্ধহস্ত, যে যত বেশী ধনসম্পদ লণ্ঠন ও অন্যের মালামাল ছিনাইয়া নিয়া যাইত সে সমাজে তত বেশী পার- দেশী ও বাহাদুর বলিয়। সপরিচিত হইত- আর তাহারই প্রশংসা কীর্তন হইত ঘরে ঘরে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সহজ ভাষায় তাহারা ছিল পশর চাইতে অধম। কথায় কথায় লোকেরা কলহ-বিবাদে লিপ্ত হইয়া পড়িত- সকল ঘটনায় রক্তের স্রোত বহিত সারা বৎসর ধরিয়া । অন্যায় যদ্ধে গোত্র বা বংশ নিশ্চিহ্ন হইয়া যাইত। মানব জাতি অধর্মে অন্ধকার চ্ছন্ন হইয়া পড়িয়াছিল। তাহাদর কোন লজ্জাবোধ ছিল। না—নারী পরুষ উলঙ্গ হইয়া একত্রে নাচগান করিত। পবিত্র কাবাগৃহে মূর্তি পাজার আখড়ায় পরিণত হইয়াছিল । মান,যের পাষাণ অন্তরে নীতিবোধ, দয়া মায়ার লেশ মাত্রও ছিলনা — নিজহাতে নিজের সস্তানদিগকে হত্যা করিত, জীবন্ত কবর দিত।
আত চীৎকারের মধ্যদিয়৷ নিষ্ঠুর পিতা পাথর মারিয়া মেয়ে সন্তানের মণ্ডক চার্ণ বিচার্ণ করিয়া ফেলিত। সমস্ত পৃথিবীতে চলি- য়াছিল শয়তানের তাণ্ডবলীলা। এইরাপ অবস্থায় পরম করুণাময় খোদা তায়ালা ন্যায় ও সত্যের, শান্তি ও মুক্তির স্নিগ্ধ নধর পাঁ বধারা প্রবাহিত করার নিমিত্ত সৃষ্টি রহস্যের পর্ণ বিকাশের উদ্দেশ্যে সদীয় পর্ব্বে জ্যোতির্ময় পরিকল্পনা অনন- যায়ী সংষ্টির চরম ও পরম লক্ষ্যে মাহবুবে খোদা হজরত মোহাম্মদ মোস্তফা (দঃ) কে রাহমাতাল্লিল আলামীন করিয়া রবিউল আউয়াল চান্দ্র মাসের বার তারিখ রোজ সোমবার ছোবেহ ছাদেকের সময় (রহমতের সময়) ধরা পৃষ্ঠে প্রেরণ করিলেন।
প্রিয় নবীর (দঃ) শুভাগমনে নিখিল বিশ্বে নামিয়া আসিল আনন্দের জিকির। অনাবিল আনন্দে পাথিবী মারহাবা ! মারহাবা ইয়া রাসলে ল্লাহ (দঃ) মারহাবা!! মারহাবা ইয়া রাহমাতাল্লিল আলামীন!! বলিন । নিখিল জাহান বিশ্বনবী রাহমাতাল্লিল আলামীনের শুভাগমনে আনন্দে ভরপরে হইয়া উঠিল । দোয়েল কোয়েল আনন্দের গান গাহিল । সমীরণ মদ, মদ, বহিয়া গেল ।
নিচে মৌলুদে খায়রুল বারিয়্যাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.6 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | খাজা মুঃ ছাইফুদ্দিন নকশেবন্দী মুজাদ্দেদী |
বইয়ের অনুবাদকঃ |