যাররাতিন খাইরান pdf বই ডাউনলোড। সবচেয়ে অল্পবয়েসি শিশুটির মনে আছে-নেকড়ে অধ্যুযিত এলাকায় খরগোশদের একটা পরিবার বাস করতো। নেকড়েরা জানিয়ে দিলোম খরগোশদের জীবন-যাপনের রীতি-নীতি তাদের পছন্দ নয়। একরাতে ভুমিকম্পের কারণে একদল নেকড়ে মারা পড়ল। আর দোষ গিয়ে পড়লো খরগোশগুলোর কাঁধে।
কেননা সবার জানা যে, করশোশরা পেছন পা দিয়ে মাটি আচঁড়ে ভুমিকম্প ঘটায়। আরেক রাতে বজ্রপাতে আরেকটা নেকড়ে মারা পড়ল। আবারো দোষ গিয়ে পড়ল ঐ খরগোশগুলোর ওপর। কারণ সবাই জানে যে, লেটুস পাতা যারা খায় তাদের কারণেই বজ্রপাত হয়। একদিন খরগোশগুলোকে সভ্য ও পরিপাটি হয়ে ওঠার জন্যে নেকড়েরা হুমকি দিলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
- ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ pdf বই ডাউনলোড
- ঈমান ভঙ্গের কারণ pdf বই ডাউনলোড
ফলে খরগোশরা সিদ্ধান্ত নিলো, তারা নিকটবর্তী দ্বীপে পালিয়ে যাবে। কিন্তু অন্য জানোয়ার, যেগুলো খানিকটা দূরে বসবাস করতো তারা ভর্ৎসনা করে বলল- তোমরা যেখানে আছো, বুকে সাহস বেঁধে সেখানেই থাকো। এ পৃথিবীটা ভীতু-কাপুরুষদের জন্য নয়। যদি সত্যি সত্যি নেকড়েরা তোমাদের ওপর আক্রমণ করে তাহলে আমরা এগিয়ে আসবো তোমাদের হয়ে।
কথা শুনে খরগোশগুলো নেকড়েদের পাশে বসবাস করততে লাগলো। এর কিছু দিনের পরের ঘটনা। ভয়াবহ বন্যা হল, সেই বন্যায়ও অনেকগুলো নেকড়ে মারা পড়লো। এবারও যথারীতি দোষ গিয়ে পড়লো ওই খরগোগুলোর ওপর। কারণ সবাই জানে, যারা গাজর কুরে কুরে খায় এবং যাতের বড় বড় কান আছে তাদের কারণেই বন্যা হয়। নেকড়েরা দল বেঁধে খরগোশগুলোকে ধরে নিয়ে গেল।
নিরাপত্তার জন্যেই তাদের একটি অন্ধকার গুহার ভেতরে আটকে রাখা হলো। কিছু দিন পর দেখা গেল, কয়েক সপ্তাহ ধরে খরগোশগুলোর কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। সাড়া শব্দ শুনতে না পেয়ে অন্য জন্তু-জানোয়াররা এসে নেকড়েগুলোর কাছে জানতে চাইলো। নেকড়েরা জানালো, খরগোশরা। ইতোমধ্যে পেটের ভেতর সাবাড় হয়ে গেছে। যেহেতু তারা সাবড় হয়ে গেছে সেহেতু এটা এখন তাদের একান্ত নিজেদের বিষয়।
তখন অন্য জন্তুরা হুমকি দিলো, যদি খরগোশদের খাওয়ার উপযুক্ত কোনো কারণ না দেখানো হয় তাহলে তারা সবাই একত্র হয়ে নেকড়েগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অগত্যা নেকড়েগুলোর একটি যুৎসই কারণ দর্শাতেই হল। তারা বলল- খরগোশরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তোমরা ভালো করেই জানো যে, এ পৃথিবী পলাতক-কাপুরুষদের জন্যে নয়। বইট একটি আদর্শীক ইসলামি বই যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে যাররাতিন খাইরান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবন জাগার গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতীক উল্লাহ |
অনুবাদকঃ |