যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড। মানব সমাজের সমূহ কল্যাণ একমাত্র সত্য দীন পালনের ওপরই নির্ভরশীল। আর এর প্রতি মানুষের প্রয়োজনীয়তা এতো বেশি যতটুকু না তাদের প্রয়োজন খাদ্য, পানি ও বায়ুর প্রতি। কারণ, মানুষের কর্মকান্ড তো সাধারণত দু ধরণের । তার জন্য কল্যাণ বয়ে আনবে অথবা অকল্যাণ।
আর সর্বদা নিরেট কল্যাণ সংগ্রহ করা ও সমূহ অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার শিক্ষাই তো যে কোনো সত্য ধর্ম দিয়ে থাকে। আমাদের ধর্মের আবার তিনটি স্তর রয়েছে। েইসলাম, ঈমান ও ইহসান। ইসলাম বলতে ধর্মের কিছু প্রকাশ্য মৌলিক কর্মকান্ডকেই বুঝানো হয়।
আরও দেখুনঃ হারামকে তুচ্ছ মনে করা pdf বই ডাউনলোড
যা আমাদের দীনের জন্য পাচঁটি আর ঈমান ও ইহসান। বলতে ধর্মের কিছু অপ্রকাশ্য মৌলিক কর্মকান্ডকেই বুঝানো হয়, যা আমাদের দীনের জন্য পর্যায়ক্রমে ছয়টি ও দুটি। সংখ্যার দিক দিয়ে মুসলিম ধার্মিকের সংখ্যা বেশি। তারপর মুমিন এবং তারপর মুহসিন। আর বিশেষত্বের দিক দিযে সব চাইতে ব্যাপক হচ্ছে মুহসিন। তারপর মুমিন এবং তারপর মুসলিম। কারণ।
আমাদের জানার কোন শেষ নেই জীবন যতদিন জানব ততদিন।
যে মুহসিন সে অবশ্যই মুমিন ও মুসলিম। আর যে মুমিন সে অবশ্যই মুসলিম। এর বিপরীতে যে কোনো মুসলিম সে মুমিন কিংবা মুহসিন নাও হতে পারে। তেমনিভাবে যে কোনো মুমিন সে মুহসিন নাও হতে পারে। ইসলাম মানে আল্লাহর তাওহীদ ও তারঁ আনুগত্য প্রতিষ্ঠা এবং শির্ক ও মুশরিক, কুফুর ও কাফির থেকে অবমুক্তির মাধ্যমে আল্লাহ তাআলার সামনে সম্পূর্ণরূপে আত্নসমপর্ন করা।
আরও দেখুনঃ মন খুশি করার উপায় pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সৎ কর্মপরায়ণ হয়ে একমাত্র আল্লাহ তাআলার নিকট একান্তভাবে আত্মসমর্পন করে তাহলে সে যেন দৃঢ়ভাবে এক মজবুত হাতল হস্তে ধারণ করলো। কারণ, সকল কর্মকান্ডের পরিমাণ তো একমাত্র আল্লাহ তাআলারই এখতিয়ারে। [সুরা লোকমান,আয়াত:২২] ।
ইসলামের রুকন পাচঁটি: আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে পাচঁটি বস্তুর ওপর। সেগুলো হলো: এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
আরও দেখুনঃ ধৈর্য হারাবেন না pdf বই ডাউনলোড
নিচে যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.13 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবনে আবদুল আযীয আল মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ